হোম > খেলা > ক্রিকেট

ওয়ানডে সিরিজে অনিশ্চিত মুশফিক, যাচ্ছেন শান্ত

আজকের পত্রিকা ডেস্ক­

মুশফিক ও শান্ত। এএফপি ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।

মুশফিকের আঙুলের চোট গুরুতর। তাঁর পুরোপুরি সেরে উঠতে ছয় সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে বলে জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে আরও জান গেছে, মুশফিক বর্তমানে মিরপুরের একাডেমি মাঠে ফিটনেস ট্রেনারের তত্ত্বাবধানে নিয়মিত জিম করছেন এবং সতর্কভাবে পুনর্বাসন প্রক্রিয়াও অনুসরণ করছেন।

মুশফিক যদি পুরোপুরি সুস্থ না হয়ে মাঠে ফেরেন তবে তাঁর চোট আবার বাড়তে পারে এবং লম্বা সময়ের জন্য থাকতে হতে পারে বাইরে, এমনটাই পরামর্শ বিসিবি চিকিৎসকের।

মুশফিককে ফেরাতে বিসিবি এই মুহূর্তে তাড়াহুড়া না করার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড সূত্র নিশ্চিত করেছেন, মুশফিকের জন্য তাঁরা যতটুকু প্রয়োজন সেটাই নিচ্ছেন। খেলোয়াড়দের সুস্থতা ও সুরক্ষার বিষয়ে জোর দিয়েছেন তিনি।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করতে চলেছে বিসিবি। ফিরছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পড়ে ছিটকে গিয়েছিলেন তিনি। শান্ত এখন পুরোপুরি সুস্থ।

তবে সাদা বলে মুশফিকের ফেরা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। চলতি সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে