হোম > খেলা > ক্রিকেট

বিকেএসপিতে তামিম–ঝড়

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম দিনে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ২২ বলে ৪৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন তামিম ইকবাল। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এই বাঁহাতি ওপেনারের হাতে।

বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচটা শুরুতেই পড়ে বৃষ্টির বাধায়। ম্যাচ কমিয়ে আনা হয় ১২ ওভারে। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রাইমের অধিনায়ক এনামুল হক বিজয়। নির্ধারিত ১২ ওভারে ৯২ রান করে গাজী গ্রুপ। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত একটা সিরিজ কাটানো মাহমুদউল্লাহ রিয়াদ ৫ রানের বেশি করতে পারেননি। ব্যর্থ হয়েছেন সৌম্য সরকারও (১৪)। শেষ দিকে টেস্ট অধিনায়ক মুমিনুল হকের ৪ বলে ১৩ রানের ইনিংসে লড়াইয়ের স্কোর পায় প্রাইম।

৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক তামিম। ব্যাট হাতে ঝাল মেটালেন নাসুম-মুকিদুলদের ওপর। মাহাদী হাসানের বলে আকবর আলির হাতে স্টাম্পড হওয়ার আগে ২২ বলে খেলেছেন ৪৬ রানের ইনিংস। পাঁচ ছক্কার সঙ্গে মেরেছেন দুইটি চার। স্ট্রাইক রেটটাও ঝলঝলে—২০৯.০৯।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ