হোম > খেলা > ক্রিকেট

দ্রুত উইকেট হারানোকেই দায়ী করছেন সাকিব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। লাহোরের ব্যাটিং সহায়ক উইকেটে বড় স্কোর এনে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। ১৯৩ রানের স্বল্প পুঁজিতে নির্ভর করে লড়াইটা করেছিলেন বোলাররাই। কিন্তু নির্জীব উইকেটে লড়াই করলেও ম্যাচের ফল নিজেদের পক্ষে নিয়ে আসতে পারেননি শরীফুল ইসলাম-তাসকিন আহমেদরা। 

আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৪৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাওহীদ হৃদয় ড্রেসিংরুমে ফিরেছিলেন দ্রুতই। তখনই পাকিস্তানকে বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম শতরানের জুটি গড়লেও স্কোরটা ১৯৩ তেই থামল। 

ম্যাচ শেষে অধিনায়ক সাকিবও জানালেন, পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানো উচিত হয়নি তাঁদের। বললেন, ‘আমরা শুরুতেই উইকেট হারিয়েছিলাম এবং আমরা কিছু বাজে শট খেলেছিলাম (যেগুলোতে উইকেট পড়েছে)। এই ধরনের উইকেটে আমাদের প্রথম দশ ওভারে চার উইকেট হারানো উচিত নয়, তবে এটি ঘটে।’ 

মুশফিকের সঙ্গে ১২০ বলে ১০০ রানের জুটিটা আরেকটু বড় না হওয়ার আক্ষেপও করলেন সাকিব, ‘আমাদের জুটি ভালো ছিল, আমরা ভেবেছিলাম, আরও ৭-৮ ওভার ব্যাটিং করতে হবে। এই ধরনের উইকেটে খুব খারাপ ব্যাটিং প্রদর্শন। কিন্তু আমাদের এখন পরেরটিতে (পরবর্তী ম্যাচে) যেতে হবে।’ 

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পার্থক্যও স্পষ্ট। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল বাবর আজমদের। তাই বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘তারা এক নম্বর দল এবং এরই কারণ। তাদের তিনজন বিশ্বমানের বোলার আছে, যারা পাকিস্তানের জন্য কাজটা সহজ করে দেয়। আমরা বোলিং বিভাগে ভালো করছি কিন্তু ব্যাটিং কিছুটা ভালো-মন্দের ছিল। আমাদের আরও ধারাবাহিকভাবে থাকতে হবে।’

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা