হোম > খেলা > ক্রিকেট

কালো আর্মব্যান্ড পরায় খাজার কি শাস্তি হবে

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানাতে পার্থ টেস্টে পাকিস্তানের বিপক্ষে কালো আর্মব্যান্ড পরে খেলেছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। কিন্তু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খাজার আর্মব্যান্ডের ব্যাপারটি নাকি আইসিসির নিয়মভঙ্গের মধ্যে পড়েছে। 
 
পার্থ টেস্টে ‘সব জীবন সমান’ ও ‘স্বাধীনতা মানুষের অধিকার’—এমন স্লোগান সংবলিত জুতা পরেও মাঠে নামতে চেয়েছিলেন খাজা। কিন্তু শেষ পর্যন্ত সেটি করেননি। খেলেছেন কালো আর্মব্যান্ড পরে। এমন ঘটনা অবশ্য নতুন কিছু নয়। ফুটবলে হরহামেশা এমন দৃশ্য দেখা যায়। ক্রিকেটেও অনেক সময় কোনো আন্তর্জাতিক ক্রিকেটার, তাঁদের পরিবারের সদস্য ও নির্দিষ্ট কোনো ঘটনায় কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন ক্রিকেটাররা। কিন্তু এ জন্য আগে থেকে আইসিসির অনুমতি নিতে হয়। 

খাজা নাকি আইসিসি থেকে সেই অনুমতি নেননি। আইসিসির নিয়মে রয়েছে, পোশাক ও সরঞ্জামে ব্যক্তিগত বার্তা প্রদর্শনের ক্ষেত্রে খেলোয়াড়কে বোর্ড এবং আইসিসির ক্রিকেট পরিচালনা বিভাগের অনুমতি লাগবে। 

আইসিসির একজন মুখপাত্র ক্রিকইনফোকে জানিয়েছে, খাজা তাঁর আর্মব্যান্ডের মাধ্যমে ব্যক্তিগত বার্তা দিতে চেয়েছেন। কিন্তু তার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া বা আইসিসির অনুমতি চাননি। ব্যক্তিগত বার্তার ক্ষেত্রে সেটি নিতে হয়। ফলে আইসিসির ক্লথিং অ্যান্ড ইকুইপমেন্টের ‘এফ’ ধারা ভঙ্গ করেছেন খাজা। 

যদিও খাজার বিরুদ্ধে শাস্তির ব্যাপারে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো বার্তা পাওয়া যায়নি। ২৬ ডিসেম্বর মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে বক্সিং ডে টেস্টে। খাজার অবশ্য সেই ম্যাচ খেলা নিয়েও কোনো সংশয় নেই। কারণ ১২ মাসের মধ্যে এমন অপরাধ চারবার করলেও সর্বোচ্চ ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করার আইন রয়েছে।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি