হোম > খেলা > ক্রিকেট

খাজার সেঞ্চুরিতে প্রথম দিন অস্ট্রেলিয়ার

দিনের শেষ ওভার। ৯৯ রানে দাঁড়িয়ে উসমান খাজা। ৭ বছর আগের এক স্মৃতিও ভেসে এলো তখন। ২০১৬ সাল রাজকোট টেস্টে মঈন আলী সেঞ্চুরি থেকে এক দূরে থাকতে প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেছিলেন আম্পায়ার। পরের দিন অবশ্য ঠিকই সেঞ্চুরি উদ্যাপন করেন ইংলিশ ব্যাটার।

খাজাকে অবশ্য সেঞ্চুরি পেতে দ্বিতীয় দিন পর্যন্ত অপেক্ষা করতে হলো না। আহমেদাবাদ টেস্টের প্রথম দিনে পেয়ে গেলেন ১৪ তম সেঞ্চুরি। তাঁর ২৫১ বলে অপরাজিত ১০৪ রানে ভর করে ৪ উইকেটে ২৫৫ রান নিয়ে দিন পার করেছে অস্ট্রেলিয়া। পঞ্চম উইকেটে ক্যামরুন গ্রিনের সঙ্গে ২০ ওভারেরও কম সময়ের মধ্যে ৮৫ রানের জুটি গড়ে ভারতীয় বোলারদের সুবিধা করতে দেননি খাজা। সারাদিন স্বাগতিকদের সামনে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন অজি ওপেনার।

সেই সঙ্গে দিনেশ চান্দিমালের এক রেকর্ডেও ভাগ বসালেন খাজা। ২০১৩ সালের পর ভারতের মাটিতে ভারতের বিপক্ষে পুরো দিন ব্যাট করার নজির গড়েছিল শ্রীলঙ্কান ব্যাটার। ২০১৭ সালে দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে পুরো তৃতীয় দিন ব্যাট করে ১৪৭ রানে অপরাজিত ছিলেন চান্দিমাল। আহমেদাবাদ টেস্ট দিয়ে ৬ বছর আগের চান্দিমালের সেই ইনিংসটাকে স্মরণ করিয়ে দিলেন খাজা।

খাজাকে সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে না হলেও ফিফটির জন্য গ্রিনকে অপেক্ষা করতে হচ্ছে দ্বিতীয় পর্যন্ত। ৬৪ বলে ৪৯ রান করেছেন তিনি। প্রথম দিনে ভারতীয়দের মধ্য সফল বোলার মোহাম্মদ শামি। ২ উইকেট পেয়েছেন তিনি। একটি করে উইকেট ভাগাভাগি করেছেন দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা