হোম > খেলা > ক্রিকেট

দক্ষিণ আফ্রিকাকে জোড়া ধাক্কা দিয়ে লাঞ্চে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরে গতকাল প্রথম দিনের শেষ বিকেলে দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়েছিল বাংলাদেশ। তাইজুল ইসলামের ঘূর্ণিতে কাঁপছিল সফরকারীরা। দ্বিতীয় দিনের শুরুতে আজ যখন উইকেটের জন্য হাপিত্যেশ করতে থাকে বাংলাদেশ, তখনই সুখবর দেন হাসান মাহমুদ। একটি নয়, নিয়েছেন ২ উইকেট।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে আলোকস্বল্পতার কারণে দিনের খেলা তাড়াতাড়ি শেষ করেছিলেন আম্পায়াররা। সে কারণে আজ ১০টার পরিবর্তে ৯টা ৪৫ মিনিটে শুরু হয়েছে দ্বিতীয় দিনের খেলা। প্রথম সেশনে খেলা হয়েছে ৩০ ওভার। দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৭১ ওভারে ৮ উইকেটে ২৪৩ রান করে গেল মধ্যাহ্নভোজের বিরতিতে। কাইল ভেরেইন ৭৭ রান করে অপরাজিত। সদ্য উইকেটে আসা ডেন পিট ব্যাটিং করছেন ৬ রানে। 

দ্বিতীয় দিনের শুরুটাই করেছেন তাইজুল। সেই ওভার থেকে দক্ষিণ আফ্রিকা কোনো রান নেয়নি। সকালের প্রথম দিকে বাংলাদেশের বোলিংও হচ্ছিল নির্বিষ। সেই সুযোগ কাজে লাগিয়ে দুই প্রোটিয়া ব্যাটার উইয়ান মুল্ডার ও ভেরেইন খেলতে থাকেন আক্রমণ ও রক্ষণের মিশেলে। বাজে বলগুলো তাঁরা বাউন্ডারিতে পরিণত করেছেন অনায়াসে। ১০৫ বলে মুল্ডার তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন। ৬৪তম ওভারের প্রথম বলে নাঈম হাসানকে পয়েন্ট দিয়ে কাট করে ফিফটির দেখা পেলেন মুল্ডার।

ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তোলার পর দ্রতই আউট হয়েছেন মুল্ডার। ৬৫তম ওভারের পঞ্চম বলে হাসানের গুড লেংথে পিচ করা বলে মুল্ডার ড্রাইভ করতে গেছেন। আউটসাইড এজ হওয়া বল স্লিপে তালুবন্দী করেন সাদমান ইসলাম। ১১২ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫৪ রান করেন মুল্ডার। সপ্তম উইকেটে ভেরেইন-মাল্ডারের জুটিতে হয়েছে ২০০ বলে ১১৯ রান। 

মুল্ডারকে ফেরানোর ঠিক পরের বলেই হাসান নিয়েছেন আরও এক উইকেট। কেশব মহারাজকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন হাসান। টানা দুই বলে ২ উইকেট নিয়ে হ্যাটট্রিকের আশা জাগালেও সেটা পূরণ হয়নি। ৬৭তম ওভারের প্রথম বলে পিটকে ইয়র্কার লেংথে হাসান বল করেন ঠিকই। তবে সেটা কোনোমতে মিড উইকেটে পাঠিয়ে দেন পিট। লাঞ্চের আগে আর কোনো উইকেট হারায়নি দক্ষিণ আফ্রিকা। মধ্যাহ্নভোজের বিরতির পর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেতে আরও ২৩ রান করতে হবে ভেরেইনকে।   

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি