হোম > খেলা > ক্রিকেট

নেপালে গিয়ে রোমাঞ্চিত তামিম 

বিশ্বকাপ দল থেকে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছেন অন্য ওপেনারদের সুযোগ করে দিতে। চোটে পড়ে অনেক দিন টি-টোয়েন্টি না খেলায় এমন সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ ওপেনার। ফাঁকা সময়টা তাই বসে না থেকে খেলতে গেছেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল)। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কদিন গা গরমের অনুশীলন করেছেন তামিম। কাল ভোরে নেপালের উদ্দেশে রওনা দেন। এবারই প্রথম দেশটিতে খেলতে গেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। হিমালয়কন্যার দেশটিতে পৌঁছে তামিম জানিয়েছেন নিজের অনুভূতির কথা, ‘আমি দারুণ রোমাঞ্চিত। আগে কখনো নেপালে আসা হয়নি। খুবই সুন্দর দেশ।’ 

বিশ্বকাপের পর ব্যস্ত সূচি আছে বাংলাদেশের। চোটের পর পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে টুর্নামেন্টটি তামিমের জন্য দারুণ সুযোগ। কদিন আগে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীও একই কথা জানিয়েছেন। ইপিএল খেলতে তামিমের নিজেরও তর সইছে না। বলেছেন, ‘এখন ইপিএল খেলার জন্য উন্মুখ হয়ে আছি। আশা করি, এটা দারুণ টুর্নামেন্ট হবে। আমার দলের পক্ষে ভালো কিছু করতেই এখানে এসেছি। নতুন চ্যালেঞ্জটা নিতে চাই। এখন ম্যাচের দিকে তাকিয়ে আছি।’ 

নেপালের ক্রিকেট নিয়ে খুব বেশি জানাশোনা নেই তামিমের। এর আগে ২০১৪ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারই তাদের বিপক্ষে খেলার সুযোগ হয়েছিল তাঁর। নেপালি ক্রিকেট নিয়ে ধারণা কেমন এমন প্রশ্নে বাংলাদেশ ওপেনার বলেছেন, ‘সত্যি বলতে, এখানকার ক্রিকেট নিয়ে ভালো ধারণা নেই। নেপালের বিপক্ষেও মাত্র একটা ম্যাচই খেলেছি। লামিচান (নেপালের জাতীয় দলের লেগ স্পিনার) বিপিএলে খেলেছে, তাকে আমি চিনি।  তাছাড়া কিছু খেলোয়াড়কে চিনি, তবে খুব বেশি নয়।’ 

জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর প্রথমবার মাঠে নামবেন তামিম। নিজের সেরাটা দিতে চান বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, ‘আমি শেষ দু-তিন মাস চোটে ছিলাম। গত দু-তিন সপ্তাহ ধরে অবশ্য ভালো বোধ করছি। দেশে কিছুটা অনুশীলনও করেছি। আশা করি এখানে শুরুটা ভালোই হবে। ম্যাচ শুরুর আগে অবশ্য কিছু বলা যাচ্ছে না। আমি শুধু আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ 

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে তৈরি ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...