হোম > খেলা > ক্রিকেট

র‍্যাঙ্কিংয়েও আফগানদের পেছনে ফেলল বাংলাদেশ, জাকের-তামিমের উন্নতি

ক্রীড়া ডেস্ক    

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে লিটন দাসরা। ছবি: সংগৃহীত

‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপের শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের পর এবার র‍্যাঙ্কিংয়েও আফগানদের পেছনে ফেললো লিটন দাসের দল। একই সঙ্গে ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন তানজিদ হাসান তামিম, জাকের আলী, তানজিম হাসান সাকিবরা।

এশিয়া কাপের সবশেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোয় টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। একধাপ এগিয়ে নয়ে উঠে এসেছে ফিল সিমন্সের দল। আইসিসির হালনাগাদকৃত সবশেষ টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং ২২২। দশে নেমে যাওয়া আফগানিস্তানের রেটিংও সমান। যদিও ভগ্নাংশের হিসেবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে তারা।

সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে আর কোনো পরিবর্তন আসেনি। ২৭১ রেটিং নিয়ে যথারীতি শীর্ষে আছে ভারত। অস্ট্রেলিয়ার অবস্থান দুইয়ে। অজিদের সংগ্রহ ২৬৬ রেটিং। ২৫৭ রেটিং নিয়ে তিনে আছে ইংল্যান্ড। সেরা আটের বাকি দলগুলো হলো নিউজল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

আফগানিস্তানকে হারানোর ম্যাচে ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলেন তামিম। এই ইনিংস খেলে ৪ ধাপ উন্নতি করেছেন বাঁহাতি ওপেনার। বর্তমানে ৩৫ নম্বরে আছেন তামিম। এই সংস্করণের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এখন সবার ওপরে আছেন তিনি। তামিম ছাড়া বাংলাদেশি ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন কেবল জাকের। তিন ধাপ এগিয়ে ৫৭ নম্বরে আছেন এই ফিনিশার। এশিয়া কাপের গ্রুপ পর্বের ৩ ম্যাচে ৫৩ রান করেছেন জাকের।

বাংলাদেশি বোলারদের মধ্যে উন্নতি করেছেন কেবল সাকিব। ৫ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন এই পেসার। অবনতি হয়েছে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের। ৪ পিছিয়ে বর্তমানে ১৫ তম স্থানে আছেন কাটার মাস্টার। ৫ ধাপ পেছানো তাসকিনের অবস্থান ৩০ নম্বরে।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি