সিরিজ শুরুর আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল শ্রীলঙ্কা। তবে বৃষ্টি বাগড়ায় প্রস্তুতির প্রথম দিনটাই নষ্ট হলো লঙ্কানদের। টস জিতে মাত্র ৩৮ মিনিট ব্যাটিং করার সুযোগ হয় দিমুথ করুণারত্নদের। তারপর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়।
বৃষ্টির আভাস ছিল সকাল থেকেই। বিকেএসপির ৩ নম্বর মাঠে মেঘলা আবহাওয়ার মাঝে খেলা শুরু হয়। তবে বেশিক্ষণ ম্যাচ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
আজ সকাল ১০টায় খেলা শুরু হলেও ১০টা ৩৮ মিনিটে খেলা বন্ধ হয়ে যায়। এই সময়ের মধ্যে ৮ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে ১৪ রান তোলে লঙ্কানরা। বিসিবি একাদশের হয়ে সফরকারী অধিনায়ক দিমুথ করুণারত্নেকে (২) ফেরান পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ।
সময় গড়াতে গড়াতে বৃষ্টির বেগও বাড়তে থাকে। দুপুর নাগাদ কিছু সময়ের জন্য বৃষ্টি কমলেও পরে তা আবার বেড়ে যায়। বৃষ্টির সঙ্গে মাঠের অবস্থা ও আলোর পরিমাণ কম থাকায় ম্যাচ রেফারি ২টা ২০ মিনিটে আজকের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।