হোম > খেলা > ক্রিকেট

দর্শকেরা ‘জিম্বাবর’ ডাকায় খেপে গেলেন বাবর আজম

ট্রলের শিকার হলে কার না মেজাজ ঠিক থাকে? বাবর আজমও মেজাজ ধরে রাখতে পারেননি। গ্যালারি থেকে বারবার ‘জিম্বাবর’ শুনতে শুনতে একপর্যায়ে রাগান্বিত হয়ে দর্শকদের লক্ষ্য করে বোতল ছুড়তে চেয়েছিলেন। আর তাঁর এই রাগান্বিত মুহূর্তের ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

এ নিয়ে আজ ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে লিখেছে এভাবে—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সময় পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমকে এক দল ট্রল করেছে। টেকনিক্যাল কর্মকর্তাদের সঙ্গে আজম বসেছিলেন সাইডলাইনে। এ সময় সমর্থকদের একদল ‘জিম্বাবর’ বলে চিৎকার দিতে থাকে। পেশোয়ার জালমির বর্তমান অধিনায়ক এই স্লোগানে ক্ষুব্ধ হয়ে তাদের দিকে পানির বোতল নিক্ষেপের হুমকি দেন। 

সৌভাগ্যবশত, কাণ্ডজ্ঞান থেকে আজম মাঝপথে সেটি না করে তাঁর চেয়ারে বসেছিলেন। পাকিস্তান সুপার লিগে স্বদেশিদের ট্রলিংয়ের কারণে পাকিস্তানের সাবেক অধিনায়ককে দৃশ্যত উত্তেজিত দেখাচ্ছিল। 

কেন জিম্বাবর?
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে নিজেকে সেরা ব্যাটারদের কাতারে নিয়ে গেছেন বাবর। বিরাট কোহলি পরবর্তী প্রজন্মের সেরা ব্যাটারও মনে করা হয় তাঁকে। তবে দুই-তিন বছর ধরে নিজের সেরা ফর্মে নেই বাবর। গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর জ্বলে উঠতে না পারায় ভক্ত-সমর্থকেরা হতাশ। অনেকে মনে করেন, বাবর এমন ম্যাচগুলোতে রান করে জনপ্রিয়তা অর্জন করেছেন, যেগুলো অপেক্ষাকৃত সহজ। ২০২৩ সালটা খুব বাজে গেছে তাঁর। এই ডানহাতি ব্যাটারের নেতৃত্বে পাকিস্তান এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে পারেনি। বিশ্বকাপের পর পাকিস্তানের তিন সংস্করণের নেতৃত্বও হারান তিনি। 

জিম্বাবুয়ের বিপক্ষে বাবর সব সংস্করণ মিলিয়ে ১৮ ম্যাচ খেলে ৫৭.৭৫ গড়ে রান করেছেন ৬৯৩। ‘জিম্বাবর’ স্লোগানের উৎপত্তি এই বিশ্বাস থেকে যে খারাপ ফর্ম থেকে বেরিয়ে আসতে এবং কিছু রান করতে জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি সিরিজ দরকার বাবরের।

বাবরের মতো জিম্বাবর স্লোগানটি শুনে খেপেছেন অনেকে। নিবরাজ রমজান নামে একজন তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বাবরের সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘এটা সত্যিই অগ্রহণযোগ্য, মুলতান সমর্থকদের থেকে এটি কখনো আশা করা যায় না।’ 

মুলতানে গতকাল মুলতান সুলতানের বিপক্ষে ৫ রানে জিতেছে বাবরের দল জালমি। উসামা মিরের বলে বোল্ড হওয়ার আগে ২৬ বলে ৩১ রান করেন ওপেনার বাবর।

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি