‘বয়স শুধুই একটি সংখ্যা’-বহুল প্রচলিত এই প্রবাদের বাস্তবতা নতুন করে প্রমাণ করেছেন মোহাম্মদ হাফিজ ও আসাদ শফিক। হাফিজ, শফিক-দুজনেরই বয়স ৩৫ বছর পেরিয়েছে। এই ‘বুড়ো’ বয়সে এসে দুই পাকিস্তানি ক্রিকেটার ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ে। দুজনেই এখন করাচি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
করাচি বিশ্ববিদ্যালয়ে হেলথ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের (এইচপিইএসএস) বিভাগে ভর্তি হয়েছেন শফিক। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খালিদ মাহমুদ ইরাকি এবং ডিপার্টমেন্টের সভাপতি প্রফেসর ড. বাসিত আনসারির সঙ্গে দেখা করেছেন পাকিস্তানি এই ক্রিকেটার। শিক্ষাক্ষেত্রেও ভালো কিছু করতে প্রতিজ্ঞাবদ্ধ শফিক। ৩৭ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটার বলেন, ‘করাচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় দলের ক্রিকেটারদের অভিজ্ঞতা পুরোপুরি কাজে লাগাতে পারবে। শেখার জন্য সর্বোত্তম সুযোগ তারা পাবে।’