২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাদ্যি যেন বেজে গেছে ৫ জানুয়ারি। সেদিনই তো ঘোষণা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপের সূচি। এরপর থেকে সময় যত গড়াচ্ছে, বিশ্বকাপ ঘিরে যেন রোমাঞ্চ, উত্তেজনা বাড়ছে। ক্ষণগণনা শুরু করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি এখন ১০০ দিন। ১০০ দিনের ক্ষণগণনার প্রচারণামূলক ভিডিও আজ আনুষ্ঠানিকভাবে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আইসিসি। ১ মিনিট ২৪ সেকেন্ডের প্রচারণামূলক ভিডিওর নাম দেওয়া হয়েছে, ‘আউট অব দিস ওয়ার্ল্ড।’ ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে ক্রিকেট চলছে এবং সেই ম্যাচ উপভোগ করছেন সৈকতে ঘুরতে আসা পর্যটকেরা। এর মধ্যে খেলা থেমে যায়। কুইন্টন ডি ককসহ তখন সবাই আকাশের দিকে তাকিয়ে দেখছেন, এক ঝাঁক উল্কাপিন্ড ভেসে আসছে। এরই মধ্যে কেউ দাবা খেলতে খেলতে, কেউবা সুইমিং পুলে বসে মোবাইলে দেখছেন, সামাজিকমাধ্যমে শুবমান গিল, শাহিন শাহ আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা কথা বলছেন। হঠাৎ করে দেখা যায়, ট্যাক্সির ওপরে এসে পড়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বল। ট্যাক্সি চালকসহ আরও অনেকেই বড় পর্দায় খেলা দেখছেন। সেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ক্রিকেটারদের বড় বড় শট খেলার ভিডিও রয়েছে। বাংলাদেশের সেই ক্রিকেটার হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। গ্যালারিতে পাঠানো বল মহাকাশে চলে গিয়ে আবার ফেরত আসছে। এরপর তারকা ক্রিকেটারদের উচ্ছ্বাসের পাশাপাশি বাংলাদেশ, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার ভক্ত-সমর্থকেরা গ্যালারিতে বসে উল্লাস করছেন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০ দল। ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত টুর্নামেন্টে হবে ৫৫ ম্যাচ। ভক্ত-সমর্থকেরা যেন বিশ্বকাপের টিকিট সুন্দরমত কাটতে পারেন, তার জন্য দারুণ ব্যবস্থা গ্রহণ করে আইসিসি। ‘পাবলিক টিকিট ব্যালটের’ মাধ্যমে কাটা যাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট। ‘আগে এলে আগে পাবেন’—টিকিট ব্যালটের সিস্টেমটা এমন নয়। প্রতি ম্যাচের জন্য ছয়টি করে টিকিট কাটতে পারবেন ভক্ত-সমর্থকেরা। সেটা যেকোনো ম্যাচের জন্যই হতে পারে। এ সুযোগ থাকছে আজ থেকে শুরু করে ২০২৪ এর ৭ ফেব্রুয়ারি অ্যান্টিগার স্থানীয় সময় ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। টিকিটের সর্বনিম্ন ৬ ডলারে শুরু হবে টিকিট বিক্রি, বাংলাদেশি মুদ্রায় তা ৬৫৮ টাকা। সর্বোচ্চ দাম ২৫ ডলার (বাংলাদেশি ২৭৪২ টাকা)।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছে আটবার। দুই বার করে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। একবার করে জিতেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।