হোম > খেলা > ক্রিকেট

জয়াসুরিয়ার সামনেই তাঁর রেকর্ড ভেঙে শ্রীলঙ্কার প্রথম দ্বিশতক নিশাঙ্কার

আফগানিস্তানের পেসার ফরিদ আহমেদের বলটা ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দিয়ে দুই হাত প্রসারিত করে উদ্‌যাপনে মেতে উঠলেন পাতুম নিশাঙ্কা। একটু আগেই ইতিহাস গড়া হয়ে গেছে তাঁর। এই ওপেনারের ব্যাটেই ওয়ানডেতে শ্রীলঙ্কা পেল প্রথম ডাবল সেঞ্চুরির দেখা। 

শেষ ওভারের দ্বিতীয় বলটি বাউন্ডারি ছুঁতেই গ্যালারিতে দাঁড়িয়ে মুহুর্মুহু করতালিতে নিশাঙ্কাকে অভিনন্দন জানান সনাথ জয়াসুরিয়া। ‘মাতারা হারিকেনের’ সামনেই তাঁর ২৪ বছরের যে রেকর্ড ভাঙা হলো! ২০০০ সালে শারজায় চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ১৬১ বলে ১৮৯ রান করছিলেন জয়াসুরিয়া। 

সেটিই এত দিন ধরে ছিল ওয়ানডেতে লঙ্কানদের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। নিশাঙ্কার ব্যাটে ভাঙল সেই রেকর্ড। আজ পালেকেল্লেতে আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নিজের ১৩৪ বল খেলার পথে জয়াসুরিয়ার সেই ইনিংস ছুঁয়ে ফেলেন তিনি। পরের বলে গুলবাদিন নাইবকে ছয় মারলে নিশাঙ্কার রান দাঁড়ায় ১৯৬। ডাবল সেঞ্চুরি ছোঁয়ার জন্য আর সময় ক্ষেপণ করেননি ২৫ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। শেষ ওভারের দ্বিতীয় বলে ইতিহাস গড়া সেই চার। 

ওয়ানডেতে ১০ম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি পেলেন নিশাঙ্কা। তাঁর ১৩৯ বলে ২০ চার ও ৮ ছয়ের ২১০ রানের ইনিংসটি সর্বোচ্চ রানের তালিকায় উঠে এলো ষষ্ঠ স্থানে। নিশাঙ্কার দুর্দান্ত ইনিংসে রানের পাহাড়ও গড়েছে শ্রীলঙ্কা। ৩ উইকেটে করেছে ৩৮১ রান। ওপেনিং জুটিতে ১৮২ রানের সংগ্রহ পায় তারা।

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা

ইংল্যান্ডকে বড্ড বেকায়দায় ফেলেছে অস্ট্রেলিয়া

বিপিএলে লিটনদের কি টানা ম্যাচ খেলতে দেবে বিসিবি

পুরো আইপিএল খেলতে পারবেন না মোস্তাফিজ

জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ম্যাচের কথা মনে করাল নিউজিল্যান্ড

বাজে পরিবেশে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ আয়োজন করে তোপের মুখে বিসিসিআই

সতীর্থরাই ডোবালেন মোস্তাফিজকে