হোম > খেলা > ক্রিকেট

রানাতুঙ্গাকে এসএলসি জানাল, ভারত দ্বিতীয় সারির দল পাঠায়নি

দুদিন আগে ভারতের নতুন দল পাঠাতে দেখে কড়া সমালোচনা করেছিলেন অর্জুনা রানাতুঙ্গা। রানাতুঙ্গাকে দ্রুতই জবাব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। কাল এসএলসি ভারতের এই দলকে শক্তিশালী দাবি করে বিশ্বকাপজয়ী অধিনায়ককে কড়া জবাবই দিয়েছে। 

বিরাট কোহলির জায়গায় শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। কোহলিরা একই সময়ে ব্যস্ত থাকবেন ইংল্যান্ড সফরে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের তারকা ক্রিকেটারদের ইংল্যান্ডে পাঠিয়ে শ্রীলঙ্কায় পরখ করতে পাঠিয়েছে নতুন খেলোয়াড়। ভারতের এই দলকে ‘দ্বিতীয় সারি’র দল দাবি করে এই সিরিজকে শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য ‘অপমানজনক’ হিসেবে দেখেছেন রানাতুঙ্গা। 

রানাতুঙ্গার জবাবে কাল এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে, ভারত যে দল পাঠিয়েছে তা যথেষ্ট শক্তিশালী। ২০ খেলোয়াড়ের ১৪ খেলোয়াড়ই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে। ভারতের এই দল দ্বিতীয় সারির দল নয়। 

ভারতের দুই দেশে দুটি ভিন্ন দল পাঠানোর প্রশংসা করেছে এসএলসি। তারা জানিয়েছে, ভারতের একটা দল ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছে। আরেক দল সীমিত ওভারের ক্রিকেট খেলতে এখানে এসেছে। এভাবে ভারত সংস্করণ অনুযায়ী বিশেষজ্ঞ দল তৈরি করছে। নতুন খেলোয়াড়দের তৈরি করছে। 

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা