হোম > খেলা > ক্রিকেট

রানাতুঙ্গাকে এসএলসি জানাল, ভারত দ্বিতীয় সারির দল পাঠায়নি

দুদিন আগে ভারতের নতুন দল পাঠাতে দেখে কড়া সমালোচনা করেছিলেন অর্জুনা রানাতুঙ্গা। রানাতুঙ্গাকে দ্রুতই জবাব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। কাল এসএলসি ভারতের এই দলকে শক্তিশালী দাবি করে বিশ্বকাপজয়ী অধিনায়ককে কড়া জবাবই দিয়েছে। 

বিরাট কোহলির জায়গায় শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। কোহলিরা একই সময়ে ব্যস্ত থাকবেন ইংল্যান্ড সফরে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের তারকা ক্রিকেটারদের ইংল্যান্ডে পাঠিয়ে শ্রীলঙ্কায় পরখ করতে পাঠিয়েছে নতুন খেলোয়াড়। ভারতের এই দলকে ‘দ্বিতীয় সারি’র দল দাবি করে এই সিরিজকে শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য ‘অপমানজনক’ হিসেবে দেখেছেন রানাতুঙ্গা। 

রানাতুঙ্গার জবাবে কাল এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে, ভারত যে দল পাঠিয়েছে তা যথেষ্ট শক্তিশালী। ২০ খেলোয়াড়ের ১৪ খেলোয়াড়ই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে। ভারতের এই দল দ্বিতীয় সারির দল নয়। 

ভারতের দুই দেশে দুটি ভিন্ন দল পাঠানোর প্রশংসা করেছে এসএলসি। তারা জানিয়েছে, ভারতের একটা দল ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছে। আরেক দল সীমিত ওভারের ক্রিকেট খেলতে এখানে এসেছে। এভাবে ভারত সংস্করণ অনুযায়ী বিশেষজ্ঞ দল তৈরি করছে। নতুন খেলোয়াড়দের তৈরি করছে। 

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড