হোম > খেলা > ক্রিকেট

অতীত নিয়ে ভাবতে চান না মুমিনুল 

নতুন বছরের প্রথম দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। কঠিন এক পরীক্ষা দিয়েই বছরটা শুরু হচ্ছে মুমিনুল হকের দলের। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক অবশ্য বললেন, অতীত নিয়ে না ভেবে সামনে তাকাতে চান তিনি। 

নিউজিল্যান্ডের বিপক্ষে কখনো টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে পরিসংখ্যান আরও বিবর্ণ। ৯ টেস্টের সব কটিতে হেরেছেন মুমিনুল-মুশফিকরা, যার পাঁচটিতে হেরেছেন ইনিংস ব্যবধানে। পরিসংখ্যান নিয়ে না ভেবে মুমিনুল তাই তাকাতে চান সামনে, ‘আমরা এবারের সফরে যে কদিন অনুশীলন করেছি, খুব ভালো অনুশীলন করেছি। আগের রেকর্ড তো অতীত হয়ে গেছে, ওটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। আমার কাছে মনে হয়, সামনে যেটা আছে তা নিয়ে চিন্তা করা ভালো।’ 

নিউজিল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের জন্য সব সময় চ্যালেঞ্জিং। মুমিনুলের সেটি ভালোই জানা, ‘আমরা জানি নিউজিল্যান্ডে ভালো করতে অবশ্যই আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ থাকবে। এই চ্যালেঞ্জের ভেতরে যদি আগে থেকেই নেতিবাচক চিন্তা করা হয়, তবে কোনোভাবেই ভালো ফল আসবে না।’ 

আগের নিউজিল্যান্ড সফরে বিচ্ছিন্নভাবে কিছু ব্যক্তিগত সাফল্য এলেও কখনো দল হয়ে খেলতে পারেনি বাংলাদেশ, যার খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে। ভালো কিছু করতে তাই একটা দল হয়ে খেলতে হবে জানালেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘আমরা যত টেস্ট ম্যাচ খেলেছি, এর মধ্যে যে ম্যাচগুলোই জিতেছি সেগুলোতে একটা দল হয়ে খেলেছি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়েও তাই। জিততে পেরেছে দল হয়ে খেলেছি বলেই। দল হয়ে খেলতে না পারলে ভালো করা সব সময় কঠিন।’ 

আগের বছর ভালো যায়নি বাংলাদেশের। নতুন বছরে ভালো কিছু করার আশা জানিয়েছেন মুমিনুল, ‘অবশ্যই নতুন বছরে ভালো ক্রিকেট খেলতে চাই। ভালো অবস্থানে নিয়ে যেতে চাই বাংলাদেশ দলকে। শেষ এক বছরে যে ভুলগুলো করেছি,, সেগুলো থেকে বের হয়ে কীভাবে ভালো খেলা যায় সেভাবে চিন্তা করছি।’ 

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা