হোম > খেলা > ক্রিকেট

সাকিব–মুশফিককে হারিয়ে আরও চাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেস্ট ক্যারিয়ার তাঁর শুরুই ‘ডাক’ মেরে। গত বছরের ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে নিজের অভিষেক টেস্ট ইনিংসে সাইফ হাসান ফিরেছিলেন শূন্য রানে। সাইফ শূন্য রানে ফিরেছেন এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ইনিংসেই। শূন্য তাঁকে পিছু ছাড়েনি আজও। হারারে টেস্টেও শূন্য রানে ফিরেছেন সাইফ। 

সাইফের শূন্যের ঘোর না কাটতেই দ্রুত ফিরে গেছেন নাজমুল হাসান শান্তও (০)। ৮ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের প্রথম সেশনটা কেটেছে বেশ অস্বস্তিতে। তামিম ইকবালকে ছাড়া টেস্ট খেলতে নামা বাংলাদেশ প্রথম সেশনে হারিয়েছ ৩ উইকেট। টপঅর্ডারের ব্যর্থতায় তৈরি হওয়ায় চাপ দূর করার চেষ্টা করেছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। কিন্তু মুশফিকও ইনিংস বড় করতে পারেননি। মুজারাবানির বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন ১১ রানে। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ২৯ ওভারে ৪ উইকেটে ১০৬।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিং করতে বাংলাদেশ প্রথম ওভারেই উইকেট হারায়। ব্যর্থতা বৃত্তে বন্দী সাইফ স্কোর বোর্ডে রান যোগ করার আগেই ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়েছেন। তিনে নামা শান্ত ফিরেছেন মুরজারাবনির বলেই স্লিপে মায়ার্সের ক্যাচ হয়ে। তৃতীয় উইকেট জুটিতে সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টার করেন অধিনায়ক মুমিনুল। মধ্যাহ্ন বিরতির ঠিক আগে রিচার্ড এনগারাভার বলে স্লিপে ক্যাচ দেন সাদমান (২৩)। এতে ভাঙে মুমিনুলের সঙ্গে তাঁর ৬০ রানের জুটি।

এরপর মুশফিকও ফিরে গেলে আরও চাপে পড়ে বাংলাদেশ। দলের আশা হয়ে মুমিনুল উইকেটে আছেন ৫৬ রানে।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা