হোম > খেলা > ক্রিকেট

পান্ডিয়া নেট অনুশীলনে আসার সঙ্গে সঙ্গেই চলে যান রোহিত

রোহিত শর্মার বদলে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই মুম্বাই ইন্ডিয়ানসের দলের মধ্যে একটা অস্বস্তি ছিল। মুম্বাইয়ের সমর্থক-দর্শকেরা তো পান্ডিয়াকে মেনে নিতেই পারেননি। ম্যাচ শুরুর আগে তাই বহুবার দুয়ো শুনতে হয়েছে ভারতীয় অলরাউন্ডারকে। 

মাঠের খেলায় সেটার প্রভাবও পড়েছে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়নরা ইতিমধ্যে এবারের আইপিএলের শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে। এমন কঠিন সময়ের মধ্যেই আবার জানা গেছে রোহিতের সঙ্গে নাকি পান্ডিয়ার স্পষ্ট বিভেদ তৈরি হয়েছে। 

ভারতের একটি দৈনিক সংবাদমাধ্যম ‘দৈনিক জাগরণ’ এমনটি একটি প্রতিবেদন করেছে। তারা প্রতিবেদনে জানিয়েছে, রোহিত-পান্ডিয়া নাকি একসঙ্গে অনুশীলন করছেন না নেটে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ হারার আগে রোহিত যখন নেটে অনুশীলন করছিলেন তখন পান্ডিয়াকে আশপাশে দেখা যায়নি। 

সেদিন অনুশীলন শেষে পরে সাইডলাইনে সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মার সঙ্গে আলোচনা করছিলেন রোহিত। তাঁদের আলোচনার সময়ই যখন পান্ডিয়া ব্যাটিং অনুশীলনের জন্য নামছিলেন তখন তাঁকে দেখে তিনজনই মাঠের অন্য পাশে চলে যান। 

এর আগে রোহিত আর কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ারের একটি ভিডিও ফাঁস হয়েছিল। ভিডিওতে রোহিতকে বলতে শোনা যায়, এখানকার (মুম্বাই) প্রতিটি জিনিসেই বদলে গেছে। অবশ্য এটা তাদের ব্যাপার। এটাই আমার শেষ। ১৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নয়ে থাকা মুম্বাইয়ের শেষ ম্যাচ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আগামী ১৭ মে।

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন