হোম > খেলা > ক্রিকেট

ম্যাচে ফেরার আশা সাকিবের

অ্যান্টিগা টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের ব্যাটারদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে এক সাকিব আল হাসান ছাড়া কেউ দাঁড়াতেই পারেননি। বাংলাদেশও বেশি দূর এগোতে পারেনি। প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১০৩ রানেই। তবে এই পুঁজি নিয়েই লড়ে গেছেন বোলাররা। সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিবও তাই বোলারদের প্রশংসায় ভাসালেন।  

ব্যাটারদের ভরাডুবির দিনে দুর্দান্ত বোলিং করেছেন খালেদ আহমেদ, ইবাদত হোসেনরা। অল্প রানে গুটিয়ে গিয়েও তাই দিন শেষে তৃপ্তির কথা শোনালেন সাকিব, ‘আজ(কাল) দিনে আমি খুবই খুশি। কিছু হাফ চান্স ছিল। সেগুলো নিতে পারলে পেসারদের জন্য দারুণ একটা দিন হতো, যেটা আমরা বেশ কিছুদিন ধরেই পাইনি। আমার মনে হয় পেস বিভাগ খুবই ভালো বল করেছে। জুটিতে ভালো বোলিং করেছে।’

৪৮ ওভারের মধ্যে বাংলাদেশের তিন পেসার করেছেন ৩১ ওভার, যেখানে প্রত্যেকের ইকোনোমি রেটই ছিল দুয়ের নিচে। এমন দিনে মোস্তাফিজ, ইবাদতদের আলাদা আলাদাভাবে কৃতিত্ব দিলেন সাকিব। টেস্ট অধিনায়ক বলেন, ‘মোস্তাফিজ দারুণ ছিল। খালেদও অনেক ভালো বল করেছে নতুন বলে। ইবাদত সব সময় ভালো বল করছে। তিনজনই ভালো করেছে।’

২ উইকেট ৯৫ রান তুলে দিন শেষ করেছে উইন্ডিজ। সাকিব মনে করেন, পেসাররা ভাগ্যের সহায়তা পেলে আরও ভালো অবস্থানে থাকত বাংলাদেশ দল। তবু আজ দ্বিতীয় দিনে পেসারদের নিয়ে আশার কথা শুনিয়েছেন সাকিব, ‘ভাগ্য ওদের সহায় ছিল না । আরও দুটি উইকেট পেলে হয়তো আমরা ভালো অবস্থানে থাকতাম। যদি ১০০ রানে ৪ উইকেট থাকত, তাহলে কাল আরও ১০০ রানের মধ্যে ওদের অলআউট করলে আমরা ম্যাচে থাকতাম। এখনো হবে না তা বলছি না।’

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু