হোম > খেলা > ক্রিকেট

ম্যাচে ফেরার আশা সাকিবের

অ্যান্টিগা টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের ব্যাটারদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে এক সাকিব আল হাসান ছাড়া কেউ দাঁড়াতেই পারেননি। বাংলাদেশও বেশি দূর এগোতে পারেনি। প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১০৩ রানেই। তবে এই পুঁজি নিয়েই লড়ে গেছেন বোলাররা। সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিবও তাই বোলারদের প্রশংসায় ভাসালেন।  

ব্যাটারদের ভরাডুবির দিনে দুর্দান্ত বোলিং করেছেন খালেদ আহমেদ, ইবাদত হোসেনরা। অল্প রানে গুটিয়ে গিয়েও তাই দিন শেষে তৃপ্তির কথা শোনালেন সাকিব, ‘আজ(কাল) দিনে আমি খুবই খুশি। কিছু হাফ চান্স ছিল। সেগুলো নিতে পারলে পেসারদের জন্য দারুণ একটা দিন হতো, যেটা আমরা বেশ কিছুদিন ধরেই পাইনি। আমার মনে হয় পেস বিভাগ খুবই ভালো বল করেছে। জুটিতে ভালো বোলিং করেছে।’

৪৮ ওভারের মধ্যে বাংলাদেশের তিন পেসার করেছেন ৩১ ওভার, যেখানে প্রত্যেকের ইকোনোমি রেটই ছিল দুয়ের নিচে। এমন দিনে মোস্তাফিজ, ইবাদতদের আলাদা আলাদাভাবে কৃতিত্ব দিলেন সাকিব। টেস্ট অধিনায়ক বলেন, ‘মোস্তাফিজ দারুণ ছিল। খালেদও অনেক ভালো বল করেছে নতুন বলে। ইবাদত সব সময় ভালো বল করছে। তিনজনই ভালো করেছে।’

২ উইকেট ৯৫ রান তুলে দিন শেষ করেছে উইন্ডিজ। সাকিব মনে করেন, পেসাররা ভাগ্যের সহায়তা পেলে আরও ভালো অবস্থানে থাকত বাংলাদেশ দল। তবু আজ দ্বিতীয় দিনে পেসারদের নিয়ে আশার কথা শুনিয়েছেন সাকিব, ‘ভাগ্য ওদের সহায় ছিল না । আরও দুটি উইকেট পেলে হয়তো আমরা ভালো অবস্থানে থাকতাম। যদি ১০০ রানে ৪ উইকেট থাকত, তাহলে কাল আরও ১০০ রানের মধ্যে ওদের অলআউট করলে আমরা ম্যাচে থাকতাম। এখনো হবে না তা বলছি না।’

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ