হোম > খেলা > ক্রিকেট

জয়ের ধারায় ফিরতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

টানা চার ম্যাচ জয়ের পর হোঁচট খেয়েছে নিউজিল্যান্ড। ভারত, অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সর্বশেষ দুই ম্যাচ হেরেছে কিউইরা। অন্যদিকে এক নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ ছাড়া সব ম্যাচ দাপটের সঙ্গে জিতেছে দক্ষিণ আফ্রিকা। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ ফিল্ডিং নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম।

নিউজিল্যান্ড তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। লকি ফারগুসনের পরিবর্তে এসেছেন টিম সাউদি, যেখানে সাউদি এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন। সাউদির সঙ্গে পেস বোলিং আক্রমণে আছেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি। সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার জেমস নিশাম। একই সঙ্গে দুই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র আছেন।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। তাবরেইজ শামসির পরিবর্তে এসেছেন কাগিসো রাবাদা। রাবাদার সঙ্গে পেস বোলিং আক্রমণে আছেন লুঙ্গি এনগিদি ও জেরাল্ড কোয়েটজি। সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। বাঁহাতি স্পিনার কেশব মহারাজের সঙ্গে এইডেন মার্করাম আছেন স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে।

দক্ষিণ আফ্রিকার একাদশ:  
টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, জেরাল্ড কোয়েটজি। 

নিউজিল্যান্ডের একাদশ:  
টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, জেমস নিশাম, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক