হোম > খেলা > ক্রিকেট

ভারতকে বিশ্বকাপ জিততে সহায়তা করছে আইসিসি, দাবি শেবাগের

সর্বশেষ ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছে ভারত। এরপর শুধু হতাশাই সাক্ষী হয়েছে ১৩০ কোটি মানুষের দেশটির। দীর্ঘ এক যুগের খরা কাটানোর এবার দুর্দান্ত সুযোগ পেয়েছে ভারত। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় অন্যদের থেকে নিশ্চিতভাবে চ্যাম্পিয়নের দৌড়েও এগিয়ে তারা।

কন্ডিশন, দর্শক-সমর্থকদের পাশাপাশি যদি বাড়তি হিসেবে পিচের সুবিধা পাওয়া যায় তাহলে আবারো বিশ্বচ্যাম্পিয়ন হওয়াটা ভারতের জন্য সহজই। বীরেন্দর শেবাগও তাই মনে করছেন। ২০১১ বিশ্বকাপজয়ী ব্যাটারের মতে, ভারতকে বিশ্বকাপ জিততে সহায়তা করছে আইসিসি। আর সেটা পিচের সুবিধা দিয়ে।

ক্রিকবাজের এক অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন শেবাগ। ভারতীয় কিংবদন্তি বলেছেন, ‘ভারতকে সহায়তা করছে আইসিসিও। টুর্নামেন্টের পিচ তৈরি করছে ভারতীয় গ্রাউন্ডসম্যানরা। ভারত যখন সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠবে তখনো পিচ তৈরি হবে তাদের চাহিদা অনুযায়ী। এই কারণে মনে করি ভারতের বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ রয়েছে।’

আইসিসি কেন ভারতকে এমন সুযোগ দিচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছেন শেবাগ। ভারতের সাবেক ওপেনার বলেছেন, ‘আইসিসি জানে ভারত যদি শেষ পর্যন্ত থাকে তাহলে টুর্নামেন্ট নিয়ে দর্শকদের আগ্রহ বাড়বে। এতে করে আইসিসি লাভবান হবে।’

নোয়াখালী এক্সপেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী