হোম > খেলা > ক্রিকেট

চলতি বিপিএলে সর্বনিম্ন স্কোর চট্টগ্রামের

মুদ্রার উল্টো পিঠটাও দেখলেন তানজিদ হাসান তামিম। সর্বশেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিফটি করেছিলেন তিনি। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফিরেছেন উদীয়মান এই ব্যাটার। 

তানজিদের মতো চট্টগ্রামের পারফরম্যান্সও ভালো নয়। এখন পর্যন্ত বিপিএলে শেষ হওয়া ম্যাচের মধ্যে সর্বনিম্ন স্কোর করেছে চট্টগ্রাম। ৭২ রানে অলআউট হয়ে সিলেটকে মুক্তি দিয়েছে তারা। ৭৮ রানে মাশরাফি বিন মর্তুজার দলকে সেদিনও অলআউট করেছিল কুমিল্লা। 

সিলেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলে চট্টগ্রামকে বিপদে রেখে যান তানজিদ। রেমন রেইফারের বলে শূন্য রানে ফিরে। তবে শুরুর ধাক্কাটা সামলানোর চেষ্টা করছিলেন আভিষ্কা ফার্নান্দো ও টম ব্রুস। দ্বিতীয় উইকেটে ইনিংসের সর্বোচ্চ ২০ রানের জুটি গড়ে। 

তবে ব্যক্তিগত ৭ রানে ফার্নান্দোকে আউট করে ম্যাচের গতিপথ আবারও পাল্টে দেন কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম। শ্রীলঙ্কান ব্যাটারকে আউট করার পর প্রতিপক্ষকে আর ম্যাচে ঘুরে দাঁড়াতেও দেননি তিনি। চট্টগ্রামের পরের দুই ব্যাটার শাহাদাত হোসেন দিপু (৯) এবং সৈকত আলিকে (০) আউট করে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেন এই স্পিনার। 

পরে নাজিবুল্লাহ জাদরানকে আউট করে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিংও করেন তানভীর। ১৩ রানে ৪ উইকেট নিয়ে। আগের সেরা ছিল ২৩ রানে ৪ উইকেট। আফগানিস্তানের ব্যাটারকে যখন আউট করেন তখন চট্টগ্রামের স্কোর ৬ উইকেটে ৫৮ রান। শেষ চার উইকেটে আর মাত্র ২৪ রান যোগ করতে পারে শুভাগত হোমের দল। এতে করে ৭২ রানের স্কোরটি এখন পর্যন্ত বিপিএলে সর্বনিম্ন। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন নিউজিল্যান্ডের ব্যাটার ব্রুস।

৩ ফিফটিতে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার দিন

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ