হোম > খেলা > ক্রিকেট

চলতি বিপিএলে সর্বনিম্ন স্কোর চট্টগ্রামের

মুদ্রার উল্টো পিঠটাও দেখলেন তানজিদ হাসান তামিম। সর্বশেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিফটি করেছিলেন তিনি। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফিরেছেন উদীয়মান এই ব্যাটার। 

তানজিদের মতো চট্টগ্রামের পারফরম্যান্সও ভালো নয়। এখন পর্যন্ত বিপিএলে শেষ হওয়া ম্যাচের মধ্যে সর্বনিম্ন স্কোর করেছে চট্টগ্রাম। ৭২ রানে অলআউট হয়ে সিলেটকে মুক্তি দিয়েছে তারা। ৭৮ রানে মাশরাফি বিন মর্তুজার দলকে সেদিনও অলআউট করেছিল কুমিল্লা। 

সিলেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলে চট্টগ্রামকে বিপদে রেখে যান তানজিদ। রেমন রেইফারের বলে শূন্য রানে ফিরে। তবে শুরুর ধাক্কাটা সামলানোর চেষ্টা করছিলেন আভিষ্কা ফার্নান্দো ও টম ব্রুস। দ্বিতীয় উইকেটে ইনিংসের সর্বোচ্চ ২০ রানের জুটি গড়ে। 

তবে ব্যক্তিগত ৭ রানে ফার্নান্দোকে আউট করে ম্যাচের গতিপথ আবারও পাল্টে দেন কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম। শ্রীলঙ্কান ব্যাটারকে আউট করার পর প্রতিপক্ষকে আর ম্যাচে ঘুরে দাঁড়াতেও দেননি তিনি। চট্টগ্রামের পরের দুই ব্যাটার শাহাদাত হোসেন দিপু (৯) এবং সৈকত আলিকে (০) আউট করে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেন এই স্পিনার। 

পরে নাজিবুল্লাহ জাদরানকে আউট করে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিংও করেন তানভীর। ১৩ রানে ৪ উইকেট নিয়ে। আগের সেরা ছিল ২৩ রানে ৪ উইকেট। আফগানিস্তানের ব্যাটারকে যখন আউট করেন তখন চট্টগ্রামের স্কোর ৬ উইকেটে ৫৮ রান। শেষ চার উইকেটে আর মাত্র ২৪ রান যোগ করতে পারে শুভাগত হোমের দল। এতে করে ৭২ রানের স্কোরটি এখন পর্যন্ত বিপিএলে সর্বনিম্ন। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন নিউজিল্যান্ডের ব্যাটার ব্রুস।

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন