হোম > খেলা > ক্রিকেট

ছিটকেই গেলেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক

মুশফিকুর রহিমকে নিয়ে শঙ্কাই সত্যি হলো। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। নিজের ১০০তম টি-টোয়েন্টি সামনে রেখে গতকাল ব্যাটিং অনুশীলনের সময় বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিক। টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তবে এর আগেই তারা জানিয়ে দিল, এই ম্যাচে খেলছেন না মুশফিক।

গতকাল বুধবার মিরপুর ইনডোরে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা পেয়েছিলেন মুশফিক। স্ক্যান রিপোর্টে আঘাতের চিহ্ন না থাকলেও পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে। দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়কে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। সে কারণে গত রাতে মুশফিকের বিকল্প হিসেবে নুরুল হাসান সোহানকে যুক্ত করেছে বোর্ড।

২৮ বছর বয়সী সোহানকে স্কোয়াড করা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘মুশফিক হাতে ব্যথা পেয়েছে। ২৪ ঘণ্টা না গেলে বলা যাচ্ছে না কী হয়। বাড়তি সতর্কতার জন্য সোহানকে দলে নেওয়া হয়েছে। আমাদের একজন অতিরিক্ত উইকেটকিপারের দরকার ছিল।’ কিন্তু ম্যাচের তিন ঘণ্টা আগে অবস্থার উন্নতি না হওয়ায় মুশফিককে ছাড়াই মাঠে নামবে দল। এই চোটের কারণে আগামী ৫ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টিতেও মুশফিকের খেলা নিয়ে অনিশ্চয়তা থেকে গেল। 

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা