হোম > খেলা > ক্রিকেট

সাকিবের দলে খেলতে লঙ্কায় যাচ্ছেন লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসান খেলছেন গল টাইটানসের হয়ে। সাকিব এবার সতীর্থ হিসেবে পাচ্ছেন লিটন দাসকে। গল টাইটানসের হয়ে খেলবেন লিটন। 

এলপিএল খেলতে লিটনকে আজ অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সূত্র জানিয়েছে, টুর্নামেন্টে দলের বাকি ম্যাচগুলো খেলবেন লিটন। বাংলাদেশের এই ক্রিকেটার দুপুর ১২টার ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছেন। ফেসবুকে ছবি পোস্ট করে লিটন ক্যাপশন দিয়েছেন, ‘কলম্বোতে যাচ্ছি।’ 

সাকিব, লিটন দুজনই এলপিএল খেলার আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেছেন। কানাডায় সাকিব খেলেছেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে। আর লিটন খেলেছেন সারে জাগুয়ার্সের হয়ে। ফাইনালে জাগুয়ার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টাইগার্স। তবে ফাইনালে খেলতে পারেননি সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার চার ম্যাচ খেলে উড়াল দিয়েছিলেন শ্রীলঙ্কায়। ৪ ম্যাচে ২৫.৫০ গড় ও ১৫৪.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ১০২ রান। আর ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। অন্যদিকে কানাডায় পুরো টুর্নামেন্ট খেলেও লিটন ছিলেন বিবর্ণ। আট ম্যাচে খেলে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন সাত ম্যাচে। ২১.৭১ গড় ও ১০০.৬৬ স্ট্রাইক রেটে করেছেন ১৫২ রান। 

এলপিএলে এখন পর্যন্ত সাকিব খেলেছেন ছয় ম্যাচ। ১৬.৬০ গড় ও ১২০.২৮ স্ট্রাইক রেটে করেছেন ৮৩ রান। ৬.৬৮ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। আর পয়েন্ট তালিকায় পাঁচ দলের মধ্যে পাঁচ নম্বরে আছে গল টাইটানস। ছয় ম্যাচে ২টি জয় ও ৪ পরাজয়ে ৪ পয়েন্ট পেয়েছে গল।

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে হাদির স্মরণে ১ মিনিট নীরবতা পালন