হোম > খেলা > ক্রিকেট

সুপার টুয়েলভসে যেতে বাংলাদেশের সামনে এখন যে সমীকরণ  

ওমানের বিপক্ষে গতকাল ২৬ রানের জয়ে গুরুত্বপূর্ণ এক জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের রাউন্ড অর্থাৎ, সুপার টুয়েলভসে খেলতে হলেও আরও একটি জয় দরকার মাহমুদউল্লাহর দলের। পাপুয়া নিউগিনির বিপক্ষে আগামীকালের ম্যাচে শুধু জিতলেই হচ্ছে না, জয়টা হতে হবে অন্তত তিন রানের বা তিন বল আগেই। 

‘বি’ গ্রুপের প্রতিটি দলই এখন পর্যন্ত ২টি করে ম্যাচ খেলেছে। নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে কেবল স্কটল্যান্ড। দুই জয়ে ৪ পয়েন্টের সঙ্গে +.৫৭ রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কাইল কোয়েৎজারের দল। এক ম্যাচ জিতে ওমান আছে পয়েন্ট টেবিলের দুইয়ে। এক ম্যাচ জিতেও রানরেটের কারণে বাংলাদেশের অবস্থান তিনে। চার নম্বরে থাকা পাপুয়া নিউগিনি হেরেছে দুটি ম্যাচেই। আগামীকাল প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলবে ‘বি’ গ্রুপের দলগুলো।

আগামীকাল দিনের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ এবং পাপুয়া নিউগিনি আর রাতের ম্যাচে স্কটল্যান্ডের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। বাংলাদেশ যদি পাপুয়া নিউগিনিকে হারাতে পারে  আর রাতের ম্যাচে স্কটল্যান্ড জয় পায় ওমানের বিপক্ষে তবে কোন জটিল সমীকরণ ছাড়াই সুপার টুয়েলভসের রাস্তা পরিষ্কার হবে বাংলাদেশের। সে ক্ষেত্রে গ্রুপ রানার্সআপ আপ হয়ে বাংলাদেশ যাবে সুপার টুয়েলভসে। আর তিন ম্যাচের তিনটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্কটল্যান্ড যাবে পরের রাউন্ডে। 

তবে আগামীকাল যদি বাংলাদেশ জেতে এবং পরের ম্যাচে ওমান জয় পায় তবে বাংলাদেশ, ওমান ও স্কটল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে চার। তিন দলের পয়েন্ট সমান হলে দুটি ম্যাচের ফল ও সেই হিসেবে রান রেটের ভিত্তিতে দুটি দল সুপার টুয়েলভসে কোয়ালিফাই করবে। রাতের ম্যাচে ওমান স্কটল্যান্ডের বিপক্ষে যদি জেতে আর বাংলাদেশ পাপুয়া নিউগিনির বিপক্ষে কমপক্ষে ৩ রানের ব্যবধানে জয় পেলে রান রেটে পিছিয়ে যাবে স্কটল্যান্ড। সে ক্ষেত্রে বাদ পড়বে স্কটিশরা।  

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া