হোম > খেলা > ক্রিকেট

ভারত না পারলেও পাকিস্তান করে দেখাচ্ছে

মেয়েদের আইপিএল নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিন্তাভাবনা শুরু হলেও কোনোরূপ রেখা তারা দিতে পারেনি। তবে এর মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঠিকই মেয়েদের পিএসএলের কথা কথা ঘোষণা করেছে। গতকাল পিসিবির নারী উইংয়ের প্রধান তানিয়া মালিক এ কথা জানান।

পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাও মেয়েদের পিএসএলের ব্যাপারে অনুমোদন দিয়েছেন। এ বছর থেকেই মেয়েদের পিএসএলের মতো লিগ শুরু করার চিন্তাভাবনা ছিল পিসিবির। কিন্তু বর্তমান ক্রিকেটীয় ব্যস্ত সূচির কারণে আগামী বছর থেকে এটি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের সামনে তানিয়া মালিক পাকিস্তানের নারী দলের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেন। বিশ্বকাপের আগে তারা নিউজিল্যান্ড ও বাংলাদেশকে দুটি প্রস্তুতি ম্যাচে হারিয়েছে। তিনি বলেছেন, ‘আমাদের দলের সমন্বয় ভালো। আশা করছি, দল শেষ চারে যেতে পারবে।’

এদিকে বিসিসিআই মেয়েদের আইপিএল চালু করা নিয়ে নানা ভাবনাচিন্তা করছে আরও আগে থেকে। কিন্তু পূর্ণাঙ্গভাবে এখনো কিছুই এগোয়নি। সম্প্রতি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ইঙ্গিত দিয়েছেন, আগামী বছরই শুরু হতে পারে মেয়েদের পৃথক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। 

বিগ ব্যাশের পাশাপাশি অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশ আয়োজিত হয়। ইংল্যান্ড ছেলেদের পাশাপাশি মেয়েদের দ্য হান্ড্রেড আয়োজন করে। দুটি টুর্নামেন্টেই ভারতের নারী ক্রিকেটাররা শুধু অংশ নেন না, দুরন্ত পারফরম্যান্সও করেন।

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের