বাবর আজম নিজেকে সৌভাগ্যবান মনে করতেই পারেন। বিশ্বকাপের অধিনায়কদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদ্যাপন করার এর চেয়ে সুন্দর উপলক্ষ তিনি আর কোথায় পেতেন!
আজ ২৮ বছর পূর্ণ করলেন বাবর। আর আজই মেলবোর্নে রিজেন্ট থিয়েটারের প্লাজা বলরুমে অনুষ্ঠিত হলো অধিনায়কদের নিয়ে সংবাদ সম্মেলন ‘ক্যাপ্টেইনস মিডিয়া ডে’, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম। সাকিব আল হাসান, রোহিত শর্মা, কেন উইলিয়ামসনদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদ্যাপন করলেন বাবর। কেক কাটার সময় অধিনায়কেরা হাততালি দিয়ে ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ বলে বাবরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
২০১৫ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন বাবর। ব্যাটিংয়ে প্রতিদিনই কোনো না কোনো রেকর্ড গড়ছেন। কয়েক দিন আগে বিরাট কোহলি-সুনীল গাভাস্কারদের ছাড়িয়ে দ্রুততম এশিয়ান ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১১০০০ রানের রেকর্ড গড়লেন বাবর। পাকিস্তানি অধিনায়কের এই রেকর্ড করতে লেগেছে ২৫১ ইনিংস। সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলে খেলেছেন ২২৬ ম্যাচ, ব্যাটিং করেছেন ২৫২ ইনিংসে। ৫০.৫৩ গড়ে করেছেন ১১,০১৭ রান, ২৬ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৭৪ ফিফটি।