খেলার টিকিট নিতে গিয়ে ক্রিকেট সমর্থকদের ভোগান্তি নতুন কিছু নয়। ভোগান্তি লাঘবে অনেক দিন ধরেই অনলাইনে টিকিট বিক্রি চালুর কথা শোনা যাচ্ছিল বিসিবির পক্ষ থেকে। সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, মার্চে আয়ারল্যান্ড সিরিজ থেকেই অনলাইনে টিকিট ছাড়তে পারে বিসিবি। আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘অনলাইনে টিকিট পাওয়া গেলে মানুষের জন্য কিছুটা সুবিধা হয়। নেটিজেনরা ফ্রেন্ডলি ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে। কিন্তু আমরা এবারও (ইংল্যান্ড) পারিনি। চেষ্টা করব আয়ারল্যান্ড সিরিজ থেকে করার জন্য।’
কী কারণে ইংল্যান্ডের বিপক্ষে সম্ভব হচ্ছে না? বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘নির্দিষ্ট কোনো কারণ নেই। খুব একটা জটিল পদ্ধতি না। কিন্তু কিছু স্পনসর ও কমার্শিয়াল বিষয় থাকে, এসব আমরা বের করতে পারিনি বলে এবার হয়নি। আমরা চাইলে সরাসরি করে ফেলতে পারতাম। কিন্তু একটা প্ল্যাটফর্ম ও স্পনসরের বিষয় ঠিক করে আমরা।’