হোম > খেলা > ক্রিকেট

কোহলি-ধাওয়ানদের অবসর নিতে বলছেন নেটিজেনরা

বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। কোহলি, ধাওয়ানের পারফরম্যান্সে হতাশ ভারতীয় ক্রিকেট ভক্তরা। ভারতীয় এই দুই টপ অর্ডার ব্যাটারের অবসরের দাবি তুলেছেন নেটিজেনরা। 

গতকাল দ্বিতীয় ওয়ানডেতে রোহিত শর্মা চোটে পড়ায় ওপেনিংয়ে ব্যাটিং করতে নামেন কোহলি। ৬ বলে ৫ রান করেন সাবেক ভারতীয় অধিনায়ক। আরেক ওপেনার ধাওয়ান ১০ বলে করেন ৮ রান। প্রথম ওয়ানডেতেও এই দুই ব্যাটার এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। ধাওয়ান করেছিলেন ১৭ বলে ৭ রান এবং কোহলি করেছিলেন ১৫ বলে ৯ রান। 

কোহলি, ধাওয়ানের এমন পারফরম্যান্সে ভক্তরা সামাজিকমাধ্যমে হতাশা ব্যক্ত করেছেন। প্রশান্ত মুদগাল নামের একজন টুইট করেন, ‘আমার মতে, কোহলি, ধাওয়ান, রোহিতকে ওয়ানডে থেকে অবসর নেওয়া উচিত। ‘ধরমভীর সিং নামের আরেকজন টুইটারে লিখেছেন, ‘বিসিসিআই, আপনারা কি রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণদের মতো বুড়োদের সরাতে পারবেন? দেশ এবং দল তাদের বোঝা আর নিতে পারছে না। ‘

প্রথম দুই ওয়ানডে হেরে ভারতের সামনে এখন হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা। আগামী শনিবার চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ-ভারত। অবশ্য তার আগেই চোটে পড়ে রোহিত, কুলদীপ সেন, দীপক চাহার ছিটকে গেছেন ওয়ানডে সিরিজ থেকে। 

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু