হোম > খেলা > ক্রিকেট

‘নতুন মেসির’ হ্যাটট্রিকে ব্রাজিলকে উড়িয়ে সেমিতে আর্জেন্টিনা

দুই দিন আগে আর্জেন্টিনার কাছে মারাকানার মারদাঙ্গা ম্যাচে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। বড়দের সেই হারের শোধ নেওয়ার সুযোগ ছিল ব্রাজিলের যুবাদের সামনে। তবে সেটা নিতে পারেনি ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলের খেলোয়াড়েরা। 

উল্টো বড়দের মতো ব্রাজিলের ছোটরাও হার দেখেছে। সেটিও আবার সিনিয়রদের চেয়ে ২ গোল বেশি হজম করে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরেছে তারা। আর্জেন্টিনার হয়ে হ্যাট্রটিক করেছেন ক্লদিও এচেভেরি।

এতে ব্রাজিলের বিশ্বকাপ শেষ করে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। জাকার্তা আন্তর্জাতিক স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে আর্জেন্টিনার যুবারা। তার ফলও পেয়েছে তাঁরা। ২৮ মিনিটের সময় দলকে উদ্‌যাপনের উপলক্ষ এনে দেন এচেভেরি। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন ‘নতুন মেসি’। 

গোলের আক্রমণের শুরুটা হয়েছিল আর্জেন্টিনার ডি বক্সের একটু ওপর থেকে। এচেভেরির দুই সতীর্থ নিজেদের মধ্যে বল দেওয়া না করে তাঁর উদ্দেশ্যে বল বাড়ান। নিজেদের অর্ধে বল পেয়ে দুরন্ত এক দৌড়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে পেছনে ফেলে বুলেট গতির শট নেন তিনি। জালে বল জড়ানোর আগে অবশ্য প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লাগায় ব্রাজিলের গোলরক্ষক পিরেস ডি অলিভেরার কিছুই করার ছিল না। 

বাকি সময় আর কোনো গোল না হলে বিরতিতে যায় দুই দল। বিরতি শেষে ম্যাচে ফেরার চেষ্টা করা ব্রাজিল উল্টো আরও গোল হজম করে। এবারের দুটি গোলও করেন প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়া এচেভেরি। ৫১ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড। এবারের গোলটিও ছিল দেখার মতো। প্রতিপক্ষের ডি বক্সের একটু বাইরে বল পেয়ে দুই ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে বোকা বানিয়ে ডান প্রান্ত থেকে শট নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন। 

আর হ্যাটট্রিক পূর্ণ করেন গোলরক্ষক অলিভেরাকে বক্সের মধ্যে কাটিয়ে। গোল শোধ দিতে মরিয়া ব্রাজিলের যুবারা ওপরে ওঠে আক্রমণ করতে ব্যস্ত থাকে। এ সময় প্রতি আক্রমণের বল পেয়ে গোলরক্ষককে একা পেয়ে তাঁকে বোকা বানিয়ে ৭১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এচেভেরি। অন্যদিকে ১৫ আক্রমণ করেও কোনো গোল করতে পারেনি ব্রাজিলের যুবারা। এতে করে নিজেদের বিশ্বকাপ মিশনেরও সমাপ্তি ঘটে। অপরদিকে সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ জার্মানি।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত