হোম > খেলা > ক্রিকেট

সাকিব–মোস্তাফিজ তাহলে আইপিএল খেলছেন?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেপ্টেম্বর–অক্টোবরে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর পিছিয়ে গেছে দেড় বছর। সেপ্টেম্বর–অক্টোবরে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো ব্যস্ততা নেই। সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমানের সামনেও তাই আইপিএল খেলতে কোনো বাধা থাকল না। করোনায় মে মাসে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ফের শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। 

অবশ্য ওই সময় আইপিএল খেলতে সাকিব–মোস্তাফিজকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে কিনা, সেটি আজ নিশ্চিত করতে পারেননি বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। বিকেলে আজকের পত্রিকা তিনি বলেছেন, ‘এই মুহূর্ত বলতে পারছি না। সেটি তখন দেখা যাবে। তবে আমরা এখন ক্রিকেটারদের ব্যস্ত সূচি থেকে মানসিক বিশ্রামের কথা ভাবছি।’ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানও এখনই নিশ্চিত করতে পারছেন না। তবে তিনি বলছেন, ‘সময় হলে দেখা যাবে। তবে এখানে খেলোয়াড়দের নিয়ে কোচের কোনো পরিকল্পনা আছে কি না, সেটা আগে দেখতে হবে।’ 

গত এপ্রিলে সাকিব–মোস্তাফিজকে আইপিএল খেলতে দিয়েছিল বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে এপ্রিলে টেস্ট সিরিজ না খেলে সাকিবের আইপিএল খেলাটা অবশ্য স্বাভাবিকভাবে নিতে পারেনি ক্রিকেট বোর্ড। এ নিয়ে যথেষ্ট আলোচনা–সমালোচনাও হয়েছে দেশের ক্রিকেটে। তখনই শোনা গিয়েছিল, ভবিষ্যতে ক্রিকেটারদের বিদেশি লিগ খেলার অনুমতি দেওয়ার আগে বিসিবি আরও কঠোর হবে। 

যেহেতু স্থগিত আইপিএলের বাকি অংশ হচ্ছে আরব আমিরাতে। একই দেশে আয়োজন করা হচ্ছে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপও। বিশ্বকাপের প্রস্তুতি নিতে সাকিব–মোস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দেওয়ার সম্ভাবনাই বেশি।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি