হোম > খেলা > ক্রিকেট

আবুধাবির বদলে দুবাইয়ে কেন বাংলাদেশের অনুশীলন

নিজস্ব প্রতিবেদক, দুবাই

ম্যাচের আগের দিন সাধারণত মূল ভেন্যুতেই অনুশীলন করে সব দল। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যেমন নিজেদের আগের চারটি ম্যাচ খেলেছে মূল ভেন্যুতে অনুশীলন করে। তবে আজ একটু ব্যতিক্রম হচ্ছে। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আবুধাবিতে হলেও মাহমুদউল্লাহরা আজ বিকেলে অনুশীলন সারবেন দুবাইয়ের আইসিসি একাডেমিতে। 

ভেন্যু বদলের কারণ হিসেবে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, দুবাইয়ে বাংলাদেশের টিম হোটেল থেকে আবুধাবি ৫ ঘণ্টারও বেশি বাসভ্রমণ। যদি ম্যাচ ভেন্যু আবুধাবিতে অনুশীলন করতে হয়, বাংলাদেশ দলকে আজ হোটেল থেকে রওনা দিতে হতো বেলা সাড়ে ১১টায়। ফিরতে ফিরতে হয়ে যেত রাত ৮ টা। ভ্রমণ আর অনুশীলন মিলিয়ে প্রায় সাড়ে আট ঘণ্টার ধকল সামলে আবার একই দূরত্বে যেয়ে আগামীকাল ম্যাচ খেলতে হবে। 

এখনো বাংলাদেশের চারটা ম্যাচ আছে, আছে প্রাকটিস সেশন। খেলোয়াড়দের ক্লান্তি আর অতিরিক্ত বাসভ্রমণে পিঠের ব্যথার আশঙ্কায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আবুধাবিতে না গিয়ে দুবাইয়ে অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছে। আর বাংলাদেশ আবুধাবিতে গেলেও মূল মাঠে অনুশীলনের সুযোগ পেত না। শুধু বাংলাদেশ দলই নয়, টুর্নামেন্টে যে দলের আবুধাবিতে ম্যাচ পড়েছে, বেশিরভাগই ম্যাচ ভেন্যুতে অনুশীলন বাতিল কিংবা মাঠ পরিবর্তন করেছে। 

গত পরশু বাংলাদেশের সুপার টুয়েলভ শুরু হয়েছে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আরেকটি কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় উতরে যেতে দুবাইয়ের আইসিসি একাডেমিতে আজ বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত ঝালিয়ে নেবে মাহমুদউল্লাহর দল। 

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা