হোম > খেলা > ক্রিকেট

অধিনায়কত্ব পাওয়া পর  প্রথম সিরিজেই দলে নেই রোহিত 

বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে ভারতের ওয়ানডে অধিনায়কত্ব দেওয়ার পর আলোচনার রেশ এখনো কাটেনি। কিন্তু চোটের কারণে রোহিত  খেলতে পারছেন না অধিনায়কত্ব পাওয়া প্রথম সিরিজেই।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন লোকেশ রাহুল।  

চোটের কারণে  দক্ষিণ আফ্রিকা বিপক্ষে  টেস্ট সিরিজ থেকেই আগেই ছিটকে গিয়েছিলেন রোহিত। টেস্টেও রোহিতের অনুপস্থিতিতে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড় ও অলরাউন্ডার ভেঙ্কাটেশ আইয়ার। তারা দুইজনই এরইমধ্যে  ভারতের হয়ে  টি-টোয়েন্টি খেলেছেন। আইপিএলে দারুণ পারফরম্যান্সের  পুরস্কার পেলেন  তারা।

চার বছর পরে ওয়ানডে দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলে অশ্বিনও  দারুণ খেলেছিলেন।এদিকে  রোহিতের মতোই চোটের কারণে ওয়ানডে দলে জায়গা হয়নি  রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের।  

আগামী ১৯ জানুয়ারি পার্লে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে বাকি দুটি ম্যাচ হবে ২১ জানুয়ারি ও ২৩ জানুয়ারি। 
ভারতের ওয়ানডে দল: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ভেঙ্কাটেশ আইয়ার, ঋষভ  পন্ত  (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরা (সহ-অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সিরাজ।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা