হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের মতো ‘ভাগ্যকে’ পাশে পেল না শ্রীলঙ্কা

এবারের বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলই প্রথম রাউন্ড খেলে সুপার টুয়েলভে ওঠে। তবে এক বছরের ব্যবধানে অস্ট্রেলিয়ায় পরের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের মতো সেই সৌভাগ্য হচ্ছে না শ্রীলঙ্কার। র‍্যাঙ্কিংয়ের মারপ্যাঁচে ২০২২ বিশ্বকাপেও প্রথম রাউন্ডের বৈতরণি পার হতে হবে লঙ্কানদের। 

গতকাল সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই জয়েই ভাগ্য খোলে বাংলাদেশের। ফলে র‍্যাঙ্কিংয়ের সেরা আটের মধ্যে থাকছে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে সেরা আটে থাকার সুবাদে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। 

বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। নিজেদের কাজটা ঠিকঠাক করতে না পারলেও ঠিকই সেটা করে দিয়েছে অস্ট্রেলিয়া! তবে সুপার টুয়েলভ পর্বে দুর্দান্ত খেলে দুই ম্যাচ জিতেও সেই সৌভাগ্য হচ্ছে না শ্রীলঙ্কার। 

কদিন আগে ২০২২ বিশ্বকাপের দল বাছাইয়ের নতুন নিয়মের কথা জানায় আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী, চলতি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ও ১৫ নভেম্বর পর্যন্ত শীর্ষে থাকা ছয় দলকে নিয়ে হবে আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভ। সহজ কথায়, র‍্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ পাবে। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে ৯ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। 

তবে কাল অস্ট্রেলিয়ার জয় বাংলাদেশকে আটে তুলে দিয়েছে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে র‍্যাঙ্কিংয়ের ১০-এ নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আর শ্রীলঙ্কার অবস্থান নবম। যদিও দুই দলের রেটিং পয়েন্ট সমান ২৩২! 

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ