হোম > খেলা > ক্রিকেট

শাহিন নয়, হারিসকে সমীহ করতে বললেন আকাশ চোপড়া

দুবাইয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টপ অর্ডার ধসিয়ে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের ১০ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছিলেন শাহিন।তবে এবারের বিশ্বকাপে শাহিনের চেয়ে হারিসকে নিয়ে চিন্তিত আকাশ চোপড়া। মেলবোর্নে ২৩ অক্টোবরের ম্যাচে হারিসকে ভারতের সমীহ করা উচিত বলে মনে করছেন আকাশ।

২০২২ এশিয়া কাপ থেকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে আছেন হারিস। এশিয়া কাপ থেকে সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজসহ ১৫ ম্যাচ খেলেছেন এই সংস্করণে। ৭.৬৭ ইকোনমিতে ১৯.৫৫ গড়ে নিয়েছেন ২২ উইকেট। ডেথ ওভারে  রান আটকে নিয়মিত উইকেট নিচ্ছেন হারিস। আকাশের মতে, ডেথ ওভারে দারুণ বোলিং করে পার্থক্য গড়ে দিতে পারেন হারিস। ভারতীয় এই ক্রিকেট বিশ্লেষকের টুইট, ‘শাহিন নয়, আমার মতে, রোববার দুশ্চিন্তার কারণ হতে পারে হারিস রউফ। কঠিন ওভারগুলো রউফ করবে এবং তার পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য আছে।’

২৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। তার আগে ব্রিসবেনে আজ আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করেন শাহিন। ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। যার মধ্যে রহমানুল্লাহ গুরবাজকে দারুণ ইয়র্কার করেন শাহিন। পাকিস্তানের বাঁহাতি এই পেসারের প্রশংসা করে আকাশ বলেন, ‘আফ্রিদি তার সেরাটা দিচ্ছে। গুরবাজের পায়ের আঙুলই তার প্রমাণ।’

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা