হোম > খেলা > ক্রিকেট

অধিনায়ক খুঁজতে জরুরি সভায় বসছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল এক জরুরি বোর্ড সভা হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। এ সভা শেষেই প্রত্যাশিত ঘোষণাটা দিতে পারে বিসিবি। দেশের ক্রিকেটে গত কদিনের চর্চিত বিষয়টি নিয়ে এ বৈঠকে বসবেন বিসিবির পরিচালকেরা। বিসিবির ডাকা জরুরি এই বোর্ড সভায় ওয়ানডে অধিনায়কত্ব ইস্যুর একটা সুরাহা হবে। 

জানা গেছে, বোর্ড সভা শুরু হবে বেলা ২টায়। এ নিয়ে বিসিবির এক পরিচালক আজকের পত্রিকাকে বলছিলেন, আপাতত তো বোর্ডের ভাবনায় এই একটাই ইস্যু। অধিনায়কত্ব বিষয়ের সমাধান। এটার জন্যই জরুরি বোর্ড সভা ডাকা হয়েছে। সব ঠিকঠাক থাকলে বৈঠক শেষেই জানিয়ে দেওয়া হবে, কার হাতে উঠছে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কত্বের ‘আর্ম ব্র্যান্ড’। 

অধিনায়কত্ব নিয়ে খুব বেশি চমক দেখানোর সুযোগ কমই বিসিবির। তাদের সংক্ষিপ্ত তালিকায় যে কটি নাম, তাঁদের মধ্যে যদি থাকে সাকিব আল হাসানের নাম, এখানে বাকিরা পিছিয়ে যান সব যুক্তিতেই। তবে তারকা অলরাউন্ডারের কাঁধে নেতৃত্বের ভার তুলে দেওয়ার আগে কিছু প্রশ্নের উত্তর পেতে হবে বিসিবিকে।

তামিম ইকবালের আকস্মিক অবসর, প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর থেকে ফেরা আর সর্বশেষ ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো—গত এক মাস এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশের ক্রিকেট। তামিম ওয়ানডে থেকে অবসর ঘোষণার দিনই রাতে জরুরি বোর্ড সভা ডাকা হয়েছিল। এক মাসের মধ্যে আরও একটি বোর্ড সভা। এ সভায় মিলতে পারে বড় প্রশ্নের উত্তর।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’