হোম > খেলা > ক্রিকেট

৫৫ রানেই অলআউট বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

দুইবারের বিশ্বসেরা। বর্তমান চ্যাম্পিয়নও। টুর্নামেন্টের অন্যতম ‘হট ফেবারিট’ হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচেই বড় লজ্জায় পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুবাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে ১৪.২ ওভার খেলে মাত্র ৫৫ রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা।

নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয়বারের মতো ৬০ রানের নিচে অলআউট হলো ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ সালে এই ইংল্যান্ডের কাছেই ৪৫ রানে অলআউট হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা দলটি। ২০১৮ সালে পাকিস্তানের কাছে করাচিতে ৬০ রানে ধসে পড়েছিল ক্যারিবীয়দের ইনিংস। 

অথচ ইনিংসের প্রথম ওভারে শুরুটা ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। মঈন আলীর করা প্রথম ওভারে এক ছক্কায় সাত রান নিলেন দুই ওপেনার লেন্ডন সিমন্স ও এভিন লুইস। ক্রিস ওকসের করা দ্বিতীয় ওভার থেকেই শুরু ইনিংসে মড়ক লাগা। ওভারের তৃতীয় বলে ৬ রানে মঈন আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন লুইস। 

তৃতীয় ওভারে ফিরে গেলেন আরেক ওপেনার সিমন্সও। ৩ রান করা ডানহাতি ব্যাটার ক্যাচ দিলেন লিয়াম লিভিংস্টোনকে। দুই ওপেনার ফিরতেই উইকেটে বেশি সময় থাকেননি বাকিরাও। স্বল্প সময়ের জন্য উইকেটে এলেন, ফিরে গেলেন দ্রুতই। তৃতীয় ব্যাটার হিসেবে নেমে ক্রিস গেইলই কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ‘ইউনিভার্সাল বস’ আউট হয়েছেন ১৩ রান করে। টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম ভয়ংকর অলরাউন্ডার আন্দ্রে রাসেল রানের খাতাই খুলতে পারেননি। আদিল রশিদের সোজা বল তার ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে গলে ভেঙেছে উইকেট! 

ইংল্যান্ডের পাঁচ বোলারের সবাই কম-বেশি উইকেট পেয়েছেন। ক্যারিবীয় ব্যাটারদের বেশি যন্ত্রণা দিয়েছেন লেগ স্পিনার আদিল রশিদ। ১৪ বলে মাত্র ২ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন রশিদ! মঈন আলী ও টাইমাল মিলস-দুজনেই ১৭ রানে নিয়েছেন দুটি করে উইকেট। 

‘ভারতের বাইরে বাংলাদেশ বিশ্বকাপ খেললে সেটা ক্রিকেটের জন্য বাজে দেখাবে’

‘সব খেলোয়াড়ের জীবন এক না, কেউ সুযোগ বেশি পায় কেউ কম’

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ‘গায়েব’ করে দিল আইসল্যান্ড

সিডনি টেস্ট জিতে খাজাকে বিদায়ী উপহার দিল অস্ট্রেলিয়া

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

সিলেটকে হারিয়ে ফের টেবিলের শীর্ষে চট্টগ্রাম

পিএসএল নিলামে নাম দিলেন যে ১০ বাংলাদেশি ক্রিকেটার

ক্যারিয়ারসেরা ইনিংসের পর নাসিরের কণ্ঠে ‘আক্ষেপ’

আইসিসিকে আবারও বোঝাবে বিসিবি

মর্যাদার প্রশ্নে আপস করে ভারতে খেলবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা