হোম > খেলা > ক্রিকেট

শুধু শুধু ৩৪০০ কিলোমিটার ঘুরল ভারত 

বিশ্বকাপের আগে  দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে স্বাগতিকদের গা গরমের সুযোগ আর হলো কই। উল্টো বৃষ্টির  খেল দেখা গেছে ভারতের প্রস্তুতি ম্যাচগুলোতে। গুয়াহাটিতে বৃষ্টিতে  ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হয়নি একটি বলও। আজও তিরুবন্তপুরমে নেদারল্যান্ডসের বিপক্ষে স্বাগতিকদের দ্বিতীয় ম্যাচটিও হতে দেয়নি বৃষ্টি। 

বৃষ্টিতে ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতি অবশ্য নেওয়া হয়নি ঠিকই। তবে এর মধ্যেই অনেক দীর্ঘ পথ ভ্রমণ করলেন স্বাগতিক ক্রিকেটাররা। দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে ভারতীয় তারকা ক্রিকেটাররা ভ্রমণ করেছেন ৩৪০০ কিলোমিটার বা ২,১৭০ মাইল। খেলা না হওয়ায় ভারতের এই লম্বা ভ্রমণ বৃথা হয়ে গেল। 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে কয়েক দিনের বিশ্রাম পাচ্ছে স্বাগতিক ভারত। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। বিশ্বকাপে ভারতকে পাড়ি দিতে হবে ৯৭০০ কিলোমিটার পথ। চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ, পুনে, ধর্মশালা, লক্ষ্ণৌ, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু—এই ৯টি ম্যাচ ৯টি ভিন্ন ভেন্যুতে খেলতে হবে ভারতকে। যেখানে বিমানে ভারতের বড় বড় শহরগুলোতে ভ্রমণ করতেই গড়ে ৩-৪ ঘণ্টা লেগে যায়।

কদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে তারা। সিরিজটিই শেষ প্রস্তুতি ম্যাচ হয়ে থাকল ভারতের। বিশ্বকাপের লম্বা পথ ভ্রমণের মহড়াও দিয়েছে ভারত। মোহালি, ইন্দোর, রাজকোট—ভারতের তিন রাজ্যের তিন ভেন্যুতে হয়েছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের সিরিজ। যেখানে মোহালি ভারতের পাঞ্জাব রাজ্যে অবস্থিত। আর ইন্দোর ও রাজকোট এই দুটি স্টেডিয়াম মধ্যপ্রদেশ ও গুজরাট রাজ্যে।

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ

বিশ্বকাপ দলে না থাকা শান্ত-হাসানরাই কাঁপাচ্ছেন বিপিএল

অবসরের ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের