হোম > খেলা > ক্রিকেট

লায়নের রেকর্ডে ব্রিসবেনে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

আগের দিন ইংল্যান্ডকে ঘুরে দাঁড়ানোর বড় স্বপ্নই দেখান জো রুট-ডেভিড মালান। তবে আজ শেষ দিনের প্রথম সেশনে ইংল্যান্ডের সব প্রতিরোধ যেন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে শেষ আট উইকেটে আর মাত্র ৭৭ রান যোগ করেই অলআউট ইংলিশরা। ২০ রানে লক্ষ্যটা ৯ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় প্যাট কামিন্সের দল। 

ব্রিসবেনের প্রথম টেস্ট জিতে অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৭৭ রানের লিড রুট-মালানের ব্যাটে ভালোভাবেই পেরোচ্ছিল ইংল্যান্ড। তবে আজ সাতসকালে নাথান লায়নের প্রথম আঘাতের পর আগের দিনের সব প্রতিরোধ ভেঙে পড়ে ইংলিশদের। মালানের আউট দিয়ে যার শুরু। ইংলিশ বাঁহাতি ব্যাটারের উইকেটের মাধ্যমে ৪০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন লায়ন। ৪০০ উইকেটের ক্লাবের ১৭তম সদস্য এই অস্ট্রেলিয়ান অফ স্পিনার। 

সকালে ইংলিশদের কফিনে সবচেয়ে বড় ধাক্কাটা দেন ক্যামেরুন গ্রিন। দারুণ খেলতে থাকা অধিনায়ক রুটকে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির ক্যাচ বানিয়ে সেঞ্চুরির আগে ৮৯ রানে ফেরান গ্রিন। ইংলিশ অধিনায়কের বিদায়ের পর দ্রুতই ড্রেসিংরুমের পথ ধরেন ওলি পোপে (৪), বেন স্টোকস (১৪)। এক প্রান্তে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন জশ বাটলার। তবে বাটলার প্রতিরোধ ২৩ রানে থামান জশ হ্যাজেলউড। এরপর ইংলিশদের লেজ গুটানোর আনুষ্ঠানিকতা সারেন লায়ন। ৯১ রানে ৪ উইকেট নিয়ে অজিদের সেরা বোলার এই অফ স্পিনার। 

ইংল্যান্ডের ২০ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। মার্কাস হ্যারিসের সঙ্গে ডেভিড ওয়ার্নারের বদলে ওপেনিংয়ে উঠে আসেন ক্যারি। তবে ৯ রানের বেশি করতে পারেননি। অজিরা ম্যাচ জেতে ৯ উইকেটে। প্রথম ইনিংসে ১৫২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন বাঁহাতি ব্যাটার ট্রাভিস হেড।

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও