কোটা সংস্কার আন্দোলনে এক মাস ধরে বাংলাদেশে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজমান । আন্দোলনে ঝরেছে অসংখ্য প্রাণ। অনেকে হাসপাতালে কাতরাচ্ছে। নিহতদের স্মরণে তাসকিন আহমেদের নিজের ফেসবুক অ্যাকাউন্টও লাল রঙে পরিণত হয়েছে।
দেশে চলমান আন্দোলনে নিহতদের স্মরণে গত মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত হয়। শোকের রং হয় কালো, কিন্তু মঙ্গলবার থেকে দেশের বেশির ভাগ ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল পিকচারে দেখা যাচ্ছে লাল রং। চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতীক যেন হয়ে গেছে এই লাল রং। আন্দোলনের সমর্থনে তাসকিন আজ তাঁর কাভার ফটো করেছেন লাল।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে বেশির ভাগ ক্রিকেটার প্রায় একই ভাষায় ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে নিজেদের প্রোফাইল লাল রঙে রাঙিয়েছেন কম ক্রিকেটারই। তাঁদের মধ্যে ব্যতিক্রম তাসকিন ও আফিফ হোসেন ধ্রুব। আফিফের ভেরিফায়েড ফেসবুক পেজের প্রোফাইল পিকচারে দেখা যাচ্ছে, বাংলাদেশের মানচিত্রের বেশির ভাগ অংশজুড়েই লাল। সেটা চলমান কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশেরই পরিচয় বহন করছে। শরীফুল তাঁর প্রোফাইল পিকচারে মুখের রং লাল করেছেন।
কাভার ফটো লাল রঙে ছেয়ে যাওয়ার আগে কোটা সংস্কার আন্দোলন নিয়ে তাসকিন প্রতিক্রিয়া জানিয়েছিলেন গত মাসে। ১৭ জুলাই বাংলাদেশের তারকা পেসার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছিলেন, ‘শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষার্থীরা হলো হৃৎপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই!’