হোম > খেলা > ক্রিকেট

২৮ রানে দিন পার অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক    

খেলা হয়েছে শুধু ১৩.২ ওভার। ছবি: এএফপি

ব্রিসবেন টেস্টে প্রথম দিন দাপট বৃষ্টির। খেলা হয়েছে শুধু ১৩.২ ওভার। অস্ট্রেলিয়ার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২৮ রান। দুই ওপেনার উসমান খাজা ও নাথান ম্যাকসুয়েনি কোনো বিপর্যয় ছাড়াই দিন পার করে দিয়েছেন। খাজা ১৯ ও ম্যাকসুয়েনি ৩ রান থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবেন।

সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্রিসবেনের আকাশ সকাল থেকেই ছিল মেঘডম্বর। আবহাওয়া ও উইকেটে ঘাসের ছোঁয়া—কাজে লাগতে আগে বোলিং নেয় ভারত। কিন্তু বৃষ্টির কারণে সব পরিকল্পনাই ভেসে যায়। ৫.৩ ওভার খেলা হতেই প্রথম দফায় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। অস্ট্রেলিয়ার ওপেনারদের তেমন পরীক্ষায় ফেলতে পারেননি জাসপ্রিত বুমরা-মোহাম্মদ সিরাজরা।

কিছুক্ষণ পর বৃষ্টি থামলে আবারও খেলা শুরু হয়। দ্বিতীয় ধাপে ৭.৫ ওভার খেলা হলে আবারও বৃষ্টি নামে। অর্থাৎ সব মিলিয়ে ১৩.২ ওভার খেলা হয়েছে। প্রথম ধাপে বৃষ্টির পর খেলা হতে পারল কিছুক্ষণ। তবে দ্বিতীয় ধাপে আর খেলার সুযোগই হলো না। কয়েক ঘণ্টা অপেক্ষার পরও আর খেলা শুরু করতে না পারায় স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটের সময় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা।

অস্ট্রেলিয়া ও ভারত দুই দলই একাদশে পরিবর্তন এনেছে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন স্কট বোল্যান্ড। ভারত এনেছে দুটি পরিবর্তন। পেসার হার্শিত রানার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আকাশ দীপ। রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় ফিরেছেন রবীন্দ্র জাদেজা।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি