সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানে গিয়ে বড় দুঃসংবাদই পেলেন ক্যারিবিয়ানরা। করোনায় আক্রান্ত হয়েছেন তিন ক্রিকেটার।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) গত রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে সিডব্লিউআই জানিয়েছে, পাকিস্তানের করাচিতে পৌঁছে পিসিআর টেস্টে দলের মোট চারজন করোনা পজিটিভ হয়েছেন। এর মধ্যে তিনজন ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফ।
টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন সেই তিন ক্রিকেটার। করোনা পজিটিভ হওয়া সেই ক্রিকেটাররা হলে—অলরাউন্ডার রোস্টন চেজ, বাঁহাতি ব্যাটার কাইল মায়ার্স ও বাঁহাতি পেসার শেলডন কটরেল। তবে এখন পর্যন্ত আশার ব্যাপার হলো, চারজনের তেমন কোনো বড় উপসর্গ নেই। চারজনই করোনার টিকা নিয়েছেন।
আপাতত তাঁরা ১০ দিনের আইসোলেশনে থাকবেন। আগামী ১৩ ডিসেম্বর করাচিতে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফর। সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে ১৬ ডিসেম্বর। এরপর ১৮ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ, যা শেষ হবে ২২ ডিসেম্বর। সব ম্যাচই হবে করাচিতে।