হোম > খেলা > ক্রিকেট

লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৮ বাংলাদেশি

শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) মাঠে গড়াবে আগামী নভেম্বর-ডিসেম্বরে। দ্বিতীয়বারের মতো হতে যাওয়া এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে আছে বাংলাদেশি ক্রিকেটাররাও। শ্রীলঙ্কান এক ক্রীড়া সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে প্লেয়ার্স ড্রাফটের তালিকা প্রকাশ করেছেন, যেখানে আছেন ৮ বাংলাদেশি ক্রিকেটার। 

প্লেয়ার্স ড্রাফটে থাকা ৮ বাংলাদেশির তিনজনই টি-টোয়েন্টিতে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়। মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন আর তাসকিন আহমেদরা ছাড়াও তালকায় আছেন মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, সোহাগ গাজী, শফিউল ইসলাম ও ইমরুল কায়েস। 

বাংলাদেশের ৮ ক্রিকেটার প্লেয়ার্স ড্রাফটের তালিকায় থাকলেও টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। দলের নিয়মিত টেস্ট ও টি-টোয়েন্টির ক্রিকেটারদের তাই এলপিএলে খেলার সম্ভাবনা কম। 

 টুর্নামেন্টে বাংলাদেশি খেলোয়াড় ছাড়া সবচেয়ে বেশি আধিক্য দেখা যেতে পারে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের। ড্রাফটের তালিকায় সর্বোচ্চ ১৯ ক্রিকেটার আছেন উইন্ডিজের আর পাকিস্তানের আছেন ১৮ ক্রিকেটার, ইংল্যান্ডের ১১ আর দক্ষিণ আফ্রিকার আছেন ৮ ক্রিকেটার। প্লেয়ার্স ড্রাফটে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের ক্রিকেটারও আছেন। সব মিলিয়ে ৯ দেশের ক্রিকেটাররা অংশ নেবেন এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে।

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা