হোম > খেলা > ক্রিকেট

ইতিহাস গড়তে যাচ্ছেন ইংল্যান্ডের নারী আম্পায়ার 

আম্পায়ারিং অবশ্য সু রেডফার্নের কাছে নতুন কিছু নয়। বিভিন্ন টুর্নামেন্টে এর আগেও আম্পায়ারিং করেছেন তিনি। রেডফার্নের কাছে এবারের উপলক্ষ্যটা আরও বড়। 

কাউন্টি ডিভিশন টু তে মঙ্গলবার কার্ডিফে শুরু হচ্ছে গ্লামরগান-ডার্বিশায়ার ম্যাচ। এই ম্যাচে আম্পায়ারিং করতে যাচ্ছেন রেডফার্ন। ইংল্যান্ডের ইতিহাসে ছেলেদের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম নারী আম্পায়ার হচ্ছেন তিনি। এর মাধ্যমে নিজের আম্পায়ারিং ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেন রেডফার্ন, ‘এই সুযোগ পেতে আমি কঠোর পরিশ্রম করেছি। ছেলেদের প্রথম শ্রেণির ক্রিকেটে আম্পায়ারিং করে ক্যারিয়ারকে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এটা আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল। নতুন যে চ্যালেঞ্জ আসবে, সেটা আমি জানি। আমি এর জন্য প্রস্তুত। আমার এই পথচলা অন্যদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করছি। সেরা আম্পায়ার হওয়া আমার লক্ষ্য।’ 

গত বছর প্রথমবারের মতো ইসিবির প্রথম পেশাদার নারী আম্পায়ার হিসেবে নিযুক্ত হয়েছেন রেডফার্ন। তার আগে কার্ডিফে ২০২১ সালে ইংল্যান্ড-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টিতে চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করেন তিনি। ইংল্যান্ডের মাঠে প্রথম নারী আম্পায়ার হিসেবে আম্পায়ারিং করেন রেডফার্ন। এরপর এ বছর গ্লুকেস্টারশায়ার-মিডলসেক্সের ম্যাচে আম্পায়ারিং করে ছেলেদের ভাইটালিস্টি ব্লাস্টে প্রথম নারী হিসেবে কাজ করেন তিনি। মেয়েদের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টেও আম্পায়ারিং করার রেকর্ড রয়েছে রেডফার্নের।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ