হোম > খেলা > ক্রিকেট

ঢাকার সভাতেই তাহলে এশিয়া কাপ নিয়ে বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার সভাতেই এশিয়া কাপ নিয়ে বড় সিদ্ধান্ত আসতে যাচ্ছে। ছবি: সংগৃহীত

ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা বর্জন করতে চেয়েও পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আজ চলমান সভায় বিসিসিআইয়ের কর্মকর্তারা যোগ দিয়েছেন অনলাইনে। এই সভায় এশিয়া কাপ নিয়ে আসতে পারে বড় সিদ্ধান্ত।

ঢাকায় আজ চলছে এসিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এই সভায় ১৩ দেশের প্রতিনিধিরা সশরীরে অংশ নেবেন বলে জানা গেছে। বিসিসিআই ও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রতিনিধিরা অংশ নেবেন ভার্চুয়ালি। শোনা যাচ্ছে, ৫ থেকে ২১ সেপ্টেম্বর দুবাই ও আবুধাবিতে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। টুর্নামেন্ট হবে ৮ দলের। যার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান—এই পাঁচ দেশ পূর্ণ সদস্যের। অপর তিন দল হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। এই তিন দল সুযোগ পাবে এসিসি প্রিমিয়ার কাপের শিরোপা জয়ের কারণে।

ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে বিসিসিআই—এমনই সংবাদ কদিন আগে প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করেছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো ক্রিকেট বোর্ডও। তবে গতকাল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন, ভারত এ সভায় যোগ দিচ্ছে অনলাইনে। বুলবুল বলেন, ‘এখানে আদতে বাংলাদেশই জিতেছে।’

এবারের এশিয়া কাপ হওয়ার কথা ভারতে। কিন্তু এই টুর্নামেন্টে পাকিস্তান অংশ নেওয়ায় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট আরব আমিরাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। সবশেষ ২০২৩ সালে এশিয়া কাপ হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় আয়োজন করা হয়েছিল। এছাড়া গত বছর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) একটা সমাধান দিয়েছিল। ২০২৭ পর্যন্ত আইসিসির যত ইভেন্টের আয়োজক ভারত-পাকিস্তান, সেসব টুর্নামেন্টে এক দল অপর দেশে খেলতে যাবে না।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত