হোম > খেলা > ক্রিকেট

১১ হাজার রানের ক্লাবে রোহিত

ক্রীড়া ডেস্ক    

ভারতকে আগ্রাসী শুরু এনে দেন রোহিত। ছবি: এএফপি

বিরাট কোহলিকে যে ছুঁতে পারবেন না তা আগেই পরিষ্কার হয়েছিল। তবে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ঠিকই ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রোহিত শর্মা। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে মাইলফলক থেকে ১১ রান দূরে ছিলেন তিনি।

সেই ১১ রান নিতে ১৪ বল লাগে রোহিতের। বাংলাদেশের দেওয়া ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু এনে দেন ভারতীয় অধিনায়ক। ফিফটি যদিও ছুঁতে পারেননি। ৩৬ বলে ৭ চারে ৪১ রান তাসকিন আহমেদের শিকার হন তিনি, ক্যাচ দেন রিশাদ হোসেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভারে ১ উইকেটে ১০১ রান করেছে ভারত। শুবমান গিল ৪২ ও বিরাট কোহলি ১৬ রানে ব্যাট করছেন।

১১ হাজার রান করতে রোহিতের খেলতে হয়েছে ২৬১ ইনিংস। তবে কোহলি ২২২ ইনিংসেই তা ছুঁয়ে যান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে দশে আছেন রোহিত। ২৬৯ ইনিংস খেলে ৪৯.০১ গড়ে ১১ হাজার ২৯ রান করেছেন তিনি। সেঞ্চুরি ৩২ ও ফিফটির দেখা পেয়েছেন ৫৭ বার।

এদিকে কোহলির সামনেও অপেক্ষা করছে মাইলফলক। বাংলাদেশের বিপক্ষে ৩৭ রান করলেই ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন তিনি।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা