হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-ভারতের ফাইনাল দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    

ছবি: এসিসি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে কাল শিরোপা লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের শিরোপা ধরে রাখার লড়াই আর ভারত নামবে শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে। ক্রিকেটপ্রেমীরা ম্যাচটি দেখতে পারবেন সনি স্পোর্টস নেটওয়ার্কে। সরাসরি সম্প্রচার করবে সনি টেন ৩ ও সনি টেন ৫।

যুব এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। আগের ১০ টুর্নামেন্টের মধ্যে ৭ বার চ্যাম্পিয়ন ও একবার পাকিস্তানের সঙ্গে শিরোপা ভাগাভাগি করেছে তারা। বিপরীতে বাংলাদেশ যুব এশিয়া কাপ জিতেছে একবার। গত চার টুর্নামেন্টে এবার নিয়ে তৃতীয়বার ফাইনাল খেলছে তারা।

বড় মঞ্চে পারছেন না বড়রা; কিন্তু পাঁচ বছর ধরে ক্রিকেট দেখছে বাংলাদেশ উনিশের ‘দাপট’। ২০১৯ যুব এশিয়া কাপে রানার্সআপ, ২০২৩-এ চ্যাম্পিয়ন, চব্বিশের গল্পটা ভারতের বিপক্ষে লেখা হবে কাল। মাঝে ২০২০ যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন।

ভারত ও বাংলাদেশ গ্রুপ পর্বে রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। দুই দলই একটি করে ম্যাচে হেরেছে। কিন্তু সেমিতে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তানকে, আর ভারত ৭ উইকেটে হারিয়েছে আরেক গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। কাল দারুণ লড়াইয়ের আভাসই যেন দিচ্ছে আজিজুল হাকিম তামিম ও মোহামেদ আমানের দল।

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস