হোম > খেলা > ক্রিকেট

উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরির পর বিপাকে পাকিস্তান

দুই বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন কেন উইলিয়ামসন। আজ করাচি টেস্টের চতুর্থ দিন সেটিকে ডাবলে রূপ দিয়েছেন নিউজিল্যান্ড ব্যাটার। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে তিন সংখ্যার রানের দেখা পেয়েছিলেন উইলিয়ামসন। ক্রাইস্টচার্চে সেটিও ছিল পাকিস্তানের বিপক্ষে ২৩৮ রানের ইনিংস।

উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে করাচি টেস্টের লাগাম এখন নিউজিল্যান্ডের হাতে। ৯ উইকেটে ৬১২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে কিউইরা। প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪৩৮ রান। ১৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি স্বাগতিকদের। গতকাল তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিনের খেলা শেষে ২ উইকেটে ৭৭ রান তুলেছে পাকিস্তান। কিউইরা এখনো ৯৭ রান এগিয়ে আছে।

ইমাম-উল-হক ৪৫ ও নুমান আলি ৪ রানে অপরাজিত আছেন। ওপেনার আবদুল্লাহ শফিককে ১৯ রানে মিচেল ব্রেসওয়েল এবং শান মাসুদকে ১০ রানে ড্রেসিংরুমে ফিরিয়েছেন ইশ সোধি।

করাচিতে ব্যাট হাতেও টেস্টে নিজের সেরা ইনিংস খেলেছেন সোধি। উইলিয়ামসনকে সঙ্গ দিয়ে জাত ব্যাটারের মতো ১৮০ বলে করেছেন ৬৫ রান। এর আগে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৬৩ রান। সোধি আউট হওয়ার পর টিম সাউদি ও নেইল ওয়াগনার ফেরেন রানের খাতা খোলার আগেই।

 ১১ নম্বর ব্যাটার হিসেবে এজাজ প্যাটেল যখন মাঠে নামেন, ডাবল সেঞ্চুরির জন্য তখন আরও ১৪ রান প্রয়োজন উলিয়ামসনের। প্যাটেলকে সঙ্গে নিয়ে সে কাজ খুব দক্ষতার সঙ্গেই করে দেখালেন এই অভিজ্ঞ ব্যাটার। একপ্রান্ত আগলে ধরে লেগ স্পিনার আবরার আহমেদকে একটি করে ছক্কা-চার মেরে ডাবল সেঞ্চুরি তুলে নেন তিনি।

৩৯৫ বল ৫৯৩ মিনিটের লড়াইয়ে ছিল ২১টি চার ও একটি ছক্কা। টেস্টে পঞ্চম ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ইনিংসও ঘোষণা করে নিউজিল্যান্ড।

পাকিস্তানের হয়ে আবরার নিয়েছেন পাঁচ উইকেট। তিন টেস্টে পাঁচ ইনিংসে বোলিং করে ২২ উইকেট হলো তাঁর। পাকিস্তানের হয়ে তিন টেস্টে আবরারই এখন সর্বোচ্চ উইকেটধারী বোলার।

দিনের শেষ দিকে পাকিস্তানের দুই উইকেট নিয়ে ম্যাচে নিয়ন্ত্রণও নিজেদের দিকে টেনে নিল নিউজিল্যান্ড।

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা

ইংল্যান্ডকে বড্ড বেকায়দায় ফেলেছে অস্ট্রেলিয়া

বিপিএলে লিটনদের কি টানা ম্যাচ খেলতে দেবে বিসিবি