হোম > খেলা > ক্রিকেট

গ্রিন-ক্যারির জুটিতে ২ উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া 

দীর্ঘ সময় পর আবারও শুরু হয়েছে চ্যাপেল-হ্যাডলি ট্রফি। কুইন্সল্যান্ডের কেয়ার্নসে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। হারতে বসা ম্যাচটি স্বাগতিকদের জিতিয়েছেন অ্যালেক্স ক্যারি ও ক্যামেরুন গ্রিন জুটি। এ ম্যাচ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ এগিয়ে গেল স্বাগতিকেরা। 

 ২৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই ধাক্কা খায়। টেন্ট বোল্টের আঘাতে মাত্র ৪৪ রানেই ৫ উইকেট হারায় স্বাগতিকেরা। ওপেনার ডেভিড ওয়ার্নারের ২০ রান ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। সেখান থেকে ক্যারি ও গ্রিন দুর্দান্ত এক জুটি গড়েন। ষষ্ঠ উইকেটে ১৫৮ রান যোগ করেন তাঁরা। ৮৫ রানে ক্যারি আউট হওয়ার পর আবারও কিছুটা ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ৫ রানের মাথায় ২ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমানোর চেষ্টা করেন নিউজিল্যান্ড বোলাররা। তবে কিউই বোলারদের চেষ্টা নষ্ট করে দেন ৮৯ রান করে ম্যাচে অপরাজিত থাকা অলরাউন্ডার গ্রিন। অস্ট্রেলিয়াকে ২ উইকেটে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে ওপেনার মার্টিন গাপটিলকে হারালেও দুরন্ত শুরু এনে দিয়েছিলেন অন্য টপ অর্ডার ব্যাটাররা। ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন ও টম লাথামরা নিজেদের শুরুটা ভালো করলেও ফিফটি করতে পারেননি কেউই। কনওয়ে ৪৬ রানে আউট হন অ্যাডাম জাম্পার বলে। আর অধিনায়ক উইলিয়ামসন ৪৫ ও লাথাম ৪৩ রান করে দুজনেই আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলের অফ-স্পিনে। তাঁদের আউটের পর আর কোনো ব্যাটারই ম্যাচে দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত কিউইরা ৫০ ওভারে ২৩২ রানে করে ৯ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে ৫২ রানে ৪ উইকেট নেন ম্যাক্সওয়েল।

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ভারতের ৪ ক্রিকেটার

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২২৯ রান করেও আফসোসটা থেকেই গেল ডাচ ক্রিকেটারের