হোম > খেলা > ক্রিকেট

করোনায় মারা গেলেন ভারতীয় ক্রিকেটার ও ক্রীড়া সাংবাদিক

ঢাকা: বয়স তাঁর কতই–বা হয়েছিল? ৩৬! এটা কি চলে যাওয়ার সময়? বিবেক যাদব এই অসময়ে চলে গেলেন পৃথিবী ছেড়ে। ভারতীয় লেগ স্পিনার দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। কদিন আগে কেমোথেরাপি নিতে গিয়ে আক্রান্ত হলেন করোনায়। কাল বিবেকের জীবন প্রদীপ নিভে গেল ৩৬ বছর বয়সে।

দুই বছর যকৃত ক্যানসারের সঙ্গে লড়ছিলেন বিবেক। কেমোথেরাপি নিয়ে কন্যা–স্ত্রী নিয়ে ভালোই ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে লড়াইটা আর চালাতে পারলেন না। তাঁর সতীর্থ রাজস্থানের সাবেক ক্রিকেটার রোহিত ঝালানি বলেছেন, ‘দুই বছর আগে ওর লিভার ক্যান্সার ধরা পড়ে। তবে সেরে উঠছিল। কিছুদিন আগেও কেমোথেরাপি নিতে হাসপাতালে গিয়েছিল, তখনই কোভিড ধরা পড়ে। এর পরই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে।’

২০০৮ সালে রাজস্থানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বিবেকের। খেলেছেন ২০১২ পর্যন্ত। পাঁচ বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে ১৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৩.১৯ গড়ে নিয়েছেন ৫৭ উইকেট। ২০১০-১১ ও ২০১১-১২ মৌসুমে রাজস্থানের রঞ্জিজয়ী দলেরও সসদ্য ছিলেন। ৮ টি ‘লিস্ট এ’ ও ৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১২ সালের আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস দলের সদস্য ছিলেন বিবেক।

করোনায় প্রাণ হারিয়েছেন ভারতের ভারতের এক ক্রীড়া সাংবাদিকও। রুচিরা মিশ্র নামের এই সাংবাদিক ‘টাইমস অব ইন্ডিয়া’তে কাজ করতেন। মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাভার করলেও প্রথম শ্রেণির ক্রিকেট এবং বয়সভিত্তিক ক্রিকেটের প্রতিও বেশ টান ছিল তাঁর।

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি