হোম > খেলা > ক্রিকেট

জোড়া ডাবল সেঞ্চুরিতে আইসিসির মাসসেরার মনোনয়নে জয়সওয়াল

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রানের বন্যা বইয়ে দিচ্ছেন যশস্বী জয়সওয়াল। দুই ডাবল সেঞ্চুরি করে এরই মধ্যে রেকর্ড বই ওলট পালট করে দিয়েছেন জয়সওয়াল। ভারতীয় তরুণ বাঁহাতি ব্যাটার জায়গা করে নিয়েছেন আইসিসির মাসসেরার মনোনয়নে। 

জয়সওয়াল ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৩ টেস্ট। যার মধ্যে বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্ট ২০৯ রানের ইনিংসটি তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। এরপর রাজকোটে একই সিরিজের তৃতীয় টেস্টে ২১৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৩ টেস্টে গত মাসে ১১২ গড়ে করেছেন ৫৬০ রান। এটাই আন্তর্জাতিক ক্রিকেটে ফেব্রুয়ারিতে সর্বোচ্চ রান। 

বরাবরের মতো ফেব্রুয়ারি মাসের সেরার তালিকায় তিন ক্রিকেটারকে মনোনয়ন দিয়েছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থার আজ প্রকাশিত তালিকায় তিন ক্রিকেটার তিন দেশের। জয়সওয়ালের সঙ্গে মনোনয়ন পাওয়া বাকি দুই ক্রিকেটার পাথুম নিশাংকা ও কেইন উইলিয়ামসন। জয়সওয়ালের পর গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৭ রান করেন নিশাংকা। যার মধ্যে ৯ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ১৩৯ বলে ২১০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ওয়ানডেতে শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হয়ে গেলেন নিশাংকা। ১৭৩ গড় ও ১৩৪.৬৩ স্ট্রাইকরেটে ৩৪৬ রান করে আফগানদের বিপক্ষে ওয়ানডেতে সিরিজসেরার পুরস্কারও জেতেন লঙ্কান এই ব্যাটার। 

উইলিয়ামসন ফেব্রুয়ারিতে তিন টেস্ট খেলে করেন ৪১২ রান। করেছেন ৩ সেঞ্চুরি। যার মধ্যে মাউন্ট মঙ্গানুইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন তিনি। এরপর হ্যামিল্টনে একই সিরিজের দ্বিতীয় টেস্টে ৩২ তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। তার সেঞ্চুরিতেই ৯২ বছরের ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করে নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক